ভাই হেল্প চাই! ব্লগিং শুরু করার হেল্প!

আমি আসলে ব্লগিং এর মাধ্যমে আয় করতে চাই। ইংলিশ এ ব্লগ করতে চাই। আমি একবার  Google AdSense  চালু করতে পারছিলাম কিন্তু আনেক সময় দিতে হয় তাই আর করতে পারিনাই। ৪০ ডলার হওয়ার পরেও বাদ দিএছিলাম। আমার কিছু প্রবলেম ছিল তাই শেষ করতে পারিনাই।

এখন আবার নাতুন করে ভালভাবে শুরু করতে চাই। ব্লগস্পট এ ফ্রি ব্লগ করে একটা ডোমেইন কিনে কি ভালভাভে চালাতে পারব? আসলে আমি ভাল ওয়েবসাইট এর কাজ পারিনা তবে মোটামুটি ভাল লিখতে পারি। তাই ব্লগস্পট এ টেম্পলেট এডিট করে একটা নিজের ব্লগ করেছি। কিছু ভিজিটর আসে।

তাবে আনেকেই বলছে ফ্রি ব্লগস্পট দিয়ে আয় করা যাবে না। আসলে আমি ভালভাবে শুরু করতে চাই। ব্লগস্পট এ যদি না হয় তবে কি করা উচিৎ? আমার কাছে হাজার খানেক টাকা আছে। এর বেশি এখন খরজ করতেও পারব না। ব্লগসপ্ট এ কি চালিয়ে যাব নাকি অন্য কোনভাবে শুরু করব?কী কেন কীভাবে? আথবা কোথায় লিখলে কিছু আয় করা যাবে?

ভাই আমাকে হয়ত বোকা মনে করতে পারেন তারপরও বলছি ব্লগিং টা আমাকে খুব টানছে, মনেহয় পারবো। হেল্প করলে আনেক খুশি হব।

Level 0

আমি mamunag8। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়ার্ডপ্রেস ইস দ্যা বেস্ট। তবে যদি প্রথম দিকে টাকা খরচ করতে না চান, তাহলে ব্লগস্পট দিয়ে অনেক কিছুই করতে পারবেন। অথবা হাবপেজে, স্কুইডু ইত্যাদিতে লেখতে পারেন। প্লাটফর্ম তৈরী করাই আছে। লেখার যায়গার অভাব নেই। তবে লেখার কোয়ালিটি যদি ভাল হয় তবে টাম্বলার, ব্লগস্পট, এপস্পট বা ওয়ার্ডপ্রেস এই গুলা কুনু ঘটনা না। আপনার চাহিদার উপর প্লাটফর্ম নির্ভর করবে।

Level 0

ব্লগস্পট এর ভাল কাজ সেখার ওয়েবসাইট দিতে পারেন কেও? টেকটিউন এ কি কোন ব্লগস্পট বিভাগ বা গ্রুপ আছে?

মামুন ভাই ব্লগস্পটের কাজ শেখার জন্য আপনি টেকটিউনসে সাব্বির ভাইয়ের ব্লগস্পট বিষয়ক পোষ্ট গুলো দেখতে পারেন। এখান থেকে ব্লগস্পট শেখার একটা বাংলা টিউটোরিয়াল ইবুকও ডাউনলোড করে নিতে পারেন। এবং ব্লগস্পটের যে কোন সমস্যায় সাব্বির ভাই এবং আমাকে ফেসবুকে পাবেন। ধন্যবাদ !!!

ব্লগিং করার জন্য ওয়ার্ডপ্রেস বেস্ট । হাজার হাজার থীম , প্লাগিন । নিজের ইচ্ছা মত ডিজাইন করার সুযোগ । যা চাইবেন তাই পাবেন । তবে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগিং করতে হলে আপনাকে ডোমেইন হোস্টিং কিনতে হবে । শুরুতে টাকা খরচ করতে না চাইলে ব্লগার করতে পারেন । ব্লগারও অনেক ভালো । ফ্রী এন্ড আনলিমিটেড হোস্টিং । আর ডোমেইন কিনতে গেলে বেশি খরচ হবে না । ১০-১২ ডলারের মাঝেই পাবেন ।

ব্লগস্পট এ কাস্টম ডোমেইন হোস্টিং করলে অ্যাডসেন্স পাবার সম্ভাবনা প্রায় ৮০%। তাই Godaddy বা Namecheap থেকে একটা ডোমেইন কিনে ব্লগস্পট এ হোস্ট করুন। আর ব্লগিং করতে থাকুন। ভাল ভিসিটর থাকলে ২ মাস পর অ্যাডসেন্স আপ্লাই করুন। পাইয়া যাবেন শিওর …
আর যদি টাকার সমস্যা না থাকে তাহলে হোস্টিং নিয়ে নিতে পারেন। ওয়ার্ডপ্রেস এ ব্লগ করতে পারবেন।

Level 0

ভাই আপনাদের কমেন্ট পেয়ে খুব খুব ভাল লাগছে। ব্লগস্পট এ কাজ শুরু করে দিলাম। পরে ভাল পারলে ওয়ার্ডপ্রেস এ সব পোস্ট ট্রান্সফার করে নিব। শুধু পোস্ট করে যাচ্ছি , প্রতিদিন ভালই কিছু কিছু ভিজিটর আসছে।কথাও কোন বিজ্ঞাপন বা লিঙ্ক দিচ্ছি না, কিভাবে আসে জানিনা। রাশিয়া আর আমেরিকার ভিজিটর বেশি দেখা যাচ্ছে। পোস্ট এর মান ঠিক থাকলে কি এভাবে ভিজিটর পেতে থাকব নাকি ধিরে ধিরে কমবে ? ধন্যবাদ।

ভাই সালাম, আপনার ইমেইল এড্রেস টা প্লিস একটু দিবেন? আমিও মোটামুটি ব্লগিং করি। অ্যাডসেন্স এ আগ্রহী । তাই আপনার সাথে কিছু কথা ছিল।

চেষ্টা করেন সুফল পাবেন