ভাই আমাকে হয়ত বোকা মনে করতে পারেন তারপরও বলছি ব্লগিং টা আমাকে খুব টানছে, মনেহয় পারবো। হেল্প করলে আনেক খুশি হব।
আমি mamunag8। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগিং করার জন্য ওয়ার্ডপ্রেস বেস্ট । হাজার হাজার থীম , প্লাগিন । নিজের ইচ্ছা মত ডিজাইন করার সুযোগ । যা চাইবেন তাই পাবেন । তবে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগিং করতে হলে আপনাকে ডোমেইন হোস্টিং কিনতে হবে । শুরুতে টাকা খরচ করতে না চাইলে ব্লগার করতে পারেন । ব্লগারও অনেক ভালো । ফ্রী এন্ড আনলিমিটেড হোস্টিং । আর ডোমেইন কিনতে গেলে বেশি খরচ হবে না । ১০-১২ ডলারের মাঝেই পাবেন ।
ওয়ার্ডপ্রেস ইস দ্যা বেস্ট। তবে যদি প্রথম দিকে টাকা খরচ করতে না চান, তাহলে ব্লগস্পট দিয়ে অনেক কিছুই করতে পারবেন। অথবা হাবপেজে, স্কুইডু ইত্যাদিতে লেখতে পারেন। প্লাটফর্ম তৈরী করাই আছে। লেখার যায়গার অভাব নেই। তবে লেখার কোয়ালিটি যদি ভাল হয় তবে টাম্বলার, ব্লগস্পট, এপস্পট বা ওয়ার্ডপ্রেস এই গুলা কুনু ঘটনা না। আপনার চাহিদার উপর প্লাটফর্ম নির্ভর করবে।