থ্রীডি এনিমেশন শিখতে চাই। অনেক দিন থেকে ট্রাই করছি ভালো ভাবে শিখার জন্য। তবে এ লাইনে তেমন কাউকে পেলাম না। আর যা পেয়েছি তারা বলে ১০০০০ টাকা দেন ৭দিনের মধ্যে শিখিয়ে দিবে। কিন্তু বিষয়টি কি আসলে ৭ দিনে শিখানোর মত জিনিষ। কেউকি বলতে পারবেন কোথায় ভালো শিখায়। বা কেউ পারসোনালী শিখালে তাউ বলতে পারেন। আমরা দুইজন শিখতে চাই। অথবাকোন ওয়েবসাইড লিঙ্ক যেখান থেকে হিউজ পরিমান টিউটোরিয়াল পাওয়া যাবে। প্লিজ যানা থাকলে শেয়ার করেন।
আমি সামিউল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনার কাছে কোন সফট আছে কি এনিমেশন তৈরি করার । যদি না থাকে তাহলে নিচের লিন্কে গিয়ে Crazy talk animation লিখে সার্চ করুন যে কোন দরকার হলে আমাকে জানাবেন ।
http://softonic.com
আমাকে ফেসবুকে পাবেন ।
http://facebook.com/md.sagor.35
আমার ব্লগে যাওয়ার যন্য দাওয়াত থাকলো ।
http://techtunes.wapsite.me