আমি একটি Transcend 32 জিবি পেনড্রাইভ কিনতে যাচ্ছি @ ১৫৫০ টাকা, আর এটার ১বছর বিক্রয়ত্তর সেবা আছে। তো বুঝতাসি না যে দামে ঠকবো কিনা + বড় পেনড্রাইভ বিদায় আর একটা ভয় হচ্ছে , এর Data Transfer Rate কম হবে কিনা। আমাকে একটু এ বিষয়ে কেও পরামর্শ দিন। খুব উপকৃত হবো । thanks
আমি আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এমন একটি ট্রান্সসেন্ড পেনড্রাইভ কিনে ঠকেছিলাম । অবশ্যই সেটা আসল জিনিস ছিলোনা । ডাটা ট্রান্সফার রেট ছিলো কাছিমের চেয়েও স্লো । তবে আসল ট্রান্সসেন্ড পেনড্রাইভ যথেষ্ট ভালো ।
যেকোন দোকান থেকে এবং স্টাইলিশ দেখে ভুলেও পেনড্রাইভ কিনবেন না ।
কম্পিউটার সোর্স বা এ ধরনের রিলায়েবল দোকান থেকে পেনড্রাইভ কিনুন । ট্রান্সসেন্ড দেখতে তেমন স্টাইলিশ হয়না । মাঝে একটা বাটন থাকে যেটাকে প্রেস করে ইউএসবি বের করতে হয় ।
আর ওয়ারেন্টি সম্ভবত লাইফটাইম ! ভেতরে ওয়ারেন্টি এক্টিভেটর বা এই টাইপসের একটা সফ্টয়ার দেয়া থাকে . . .
যে কয়টা ব্রান্ডের পেনড্রাইভ সবচেয়ে বেশী প্রবলেম দেয় তার মধ্যে transcend একটা। আমার মতে না কেনাই ভালো। আমার মতে পেনড্রাইভ কিনলে Twinmos বা Kingstone কেনা সব থেকে ভালো। Apacer ও অনেক ভালো। কিন্তু transcend নয়।
বাজারে নকল বের হয় যে প্রোডাক্টার যেটা সবচেয়ে ভাল। Transcend এর উপরে বাংলাদেশে কোন Pendrive নাই। আমি Transcend এর মেমরি কার্ড ও Pendrive দুইটাই ইউজ করি। আমি UCC থেকে কিনেছি, একবার পানিতে ভিজে নষ্ট হয়েছিল কিন্তু জিজ্ঞাসা ও করে নাই কিভাবে নষ্ট হয়েছে, change করে দিয়েছে। আর Pendrive এর স্পীড Quality/Price এর উপর নির্ভর করে।
ট্রান্সসেন্ড সেরা। কোন মডেলের কত স্পীড সেটা ম্যানুয়াল না দেখে বোঝা সম্ভব না। অফিশিয়াল ওয়েবসাইটেও পাবেন। শুধু ট্রান্সসেন্ড কেনো, সবারই কাছিম কিংবা খরগোশ দুই ধরণের মডেলই আছে। দোকানদাররা এতো শতো বলতে পারে না। আর পেনড্রাইভের প্যাকেটে যেই স্পীড লেখা থাকে সেটা ঐ সিরিজের সর্বোচ্চ স্পীড, সুতরাং আপনি যেই মডেল কিনছেন সেটার স্পীড ওতো নাও হতে পারে। আপনি কোন মডেলের পেণড্রাইভ কিনছেন সেটা লিখেননি, তাহলে হেল্প করা যেতো।
transcend or adata