টেকটিউনস ভাইয়েরা এখানে আপনাদের কথা মতো Google Adsense এর চেক ইসলামী ব্যাংক, বগুড়া এর শাখায় একাউন্ট খুলে জমা দিলাম গত ০৯-০৭-২০১২ তারিখে, এবং আমার চেক cleared হল ২৫-০৭-২০১২ তারিখে আর এখুন পর্যন্ত আমার একাউন্টে ক্যাশ পাচ্ছিনা আমি ব্যাংক এ গিয়ে একাউন্ট check করি, বলে টাকা ঢোকেনি যদি বলি কবে পাবো তাহলে বলে দেরি হবে কি করব কেউ কি বলবেন? প্লিজ। অথচ এর আগে Exim Bank এ একাউন্ট cleared এর ১০ দিন পর ক্যাশ পাইছিলাম।
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর ও কয়েকদিন দেখেন।
Exim Bank এ কয়দিনে check ক্যাশ হইছিলো।
Exim Bank এ চার্জ কত নিয়েছিল???