টেকটিউনস ভাইয়েরা মরে গেলাম একটু পানি দিবেন?

টেকটিউনস ভাইয়েরা এখানে আপনাদের কথা মতো Google Adsense এর চেক ইসলামী ব্যাংক, বগুড়া এর শাখায় একাউন্ট খুলে  জমা দিলাম গত ০৯-০৭-২০১২ তারিখে, এবং আমার চেক cleared  হল ২৫-০৭-২০১২ তারিখে আর এখুন পর্যন্ত আমার একাউন্টে ক্যাশ পাচ্ছিনা আমি ব্যাংক এ গিয়ে একাউন্ট check  করি, বলে টাকা ঢোকেনি যদি বলি কবে পাবো তাহলে বলে দেরি হবে  কি করব কেউ কি বলবেন? প্লিজ। অথচ এর আগে Exim Bank এ একাউন্ট cleared এর ১০ দিন পর ক্যাশ পাইছিলাম।

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আর ও কয়েকদিন দেখেন।
Exim Bank এ কয়দিনে check ক্যাশ হইছিলো।
Exim Bank এ চার্জ কত নিয়েছিল???

    ভাই সেই কথা আর বলবেন না এক্সিম ব্যাংক এ চেক দিলাম ৭-৫-১২ তারিখে চেক cleared হল ১১-৭-১২ তারিখে। আর সেই টাকা ক্যাশ হল গত ৮-৮-১২ তারিখে তাও আবার ফোন করে টাকা একাউন্টে নিতে হয়।

Level New

আমি বলবো ঈদ এর পর আরো ১ কর্ম সপ্তাহ (5 banking days) অপেক্ষা করেন। এবার তো বন্ধে বন্ধেই যাবে। আর এক্সিম ব্যাংক কতো চার্জ নিয়েছিল জানাবেন।

Level New

আর একটা অনুরোধ। দয়া করে টাইটেলে সঠিক সমস্যাটা উল্লেখ করুন। তাহলে পরবর্তীতে কেউ গুগল বা টেকটিউনসে একই সমস্যায় পড়ে কিছু খুজলে সে এই পোস্ট থেকে সাহায্য নিতে পারবে।

Exim Bank চার্জ কাটতো ১২৫০ টাকা কিন্তু টাকা দিতো চেক cleared হওয়ার ১ মাস পর।

আপনার ব্লগ ঠিকানাটা একটু দেন

আবদুল্লাহ মামুন, ব্লগ চাহিয়া লজ্জা দিবেন না। কিছু জানতে চাইলে বলুন যদি পারি আপকার করব।

Level 0

kano vai, blog address dite somossa ki? manush chay nijer blog somporke onnora januk, apnare telaiyao blog address pawa jacche na….. click chaia chaia j adsense e dollar kamaisen ta niye ar kono doubt thaklo na….

    ভাইরে Adsense সম্পর্কে ধারনা আছে কি? ক্লিক চাইয়া ডলার কইদিন কামাইবেন? এতো সোজা ।