আমার ল্যাপটপে কিছু ছবি ছিল। ভাইরাসের কারণে ছবিগুলো ডিলিট হয়ে গেছে! ছবিগুলো ফোল্ডার লকের মাধ্যমে লক করা ছিল। Recuva নামের একটা সফট দিয়ে রকভার করার চেষ্টা করেছিলাম!! কাজ হয়নি!! ছবিগুলোর জায়গায় trzD04E.tmp নামক একটা ফাইল এসেছে!! অনেক চেষ্টা করেও ফাইল রিকভার করতে পারতেছি না!!
প্লিজ টেকিরা সল্যুশন দিন! খুবই দরকারি কিছু ছবি ছিল!! 🙁 🙁 🙁
আমি ভূত রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিবেকের দংশনে মরে গিয়ে আজ ভূত আমি?? আপনি??