ওয়ার্ডপ্রেস বিষয়ে জরুরী সাহায্য প্রয়োজন

আমি ওয়ার্ডপ্রেসের সাহায্যে একটি বিজ্ঞাপন দেয়ার সাইট বানাতে চাচ্ছি , এজন্য বেশকিছু টেম্পলেটও পেয়েছি কিন্তু সমস্যা অন্য যায়গায় ।

আমার সাইটের বিজ্ঞাপনগুলো এলাকা ভিত্তিক হবে । ধরুন বিজ্ঞাপনের বিভিন্ন ধরন আছে যেমন ইলেকট্রনিক্স , ব্যাক্তিগত , গাড়ি ইত্যাদি । আবার বিজ্ঞাপনগুলো আমি এলাকা ভিত্তিক করতে চাই  ।

আমার সাইটের ডোমেইন যদি addbd.com হয় , তাহলে এলাকা ভিত্তিক করার জন্য আবার সাবডোমেইন ও থাকতে হবে  এবং সাবডোমেইনের কন্টেন্ট এবং ক্যাটাগরী একইরকম হবে

যেমন ঃ

barisha.addbd.com

rajshahi.addbd.com

ctg.addbd.com

ইত্যাদি ।  ইউসার যদি ctg এর হয় ,তাহলে সে যদি ctg.addbd.com এ বিজ্ঞাপন দেয় , তাহলে সেটা বরিশাল বা রাজশাহী সাবডোমেইনের ক্যাটাগরীতে দেখা যাবেনা  এবং ইউসার যদি একবার মূল সাইটে রেজিস্ট্রেশন করে ,তাহলে তাকে সাব ডোমেইনের জন্য আলাদা রেজিস্ট্রেশন করতে হবেনা ।  উদাহরনসরূপ http://kijiji.ca/ এই সাইটা দেখতে পারেন ,এই সাইটটার মতই আমি একটা সাইট বানাতে চাইছি ওয়ার্ডপ্রেসের মাধম্যে ।

আপনাদের সাহায্য চাইছি

Level 0

আমি শুভ্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়ার্ডপ্রেসের MultiSite ফিচারের মাধ্যমে কাজটা করতে পারবেন।

    @বাবর: আমি ওয়ার্ডপ্রেসে নতুন ,যদি একটু বিস্তারিত বলতেন তাহলে ভালো হতো ।
    ধন্যবাদ

      @শুভ্র: আমি ভাই মাল্টি সাইট তৈরী করেছি , কিন্তু মাল্টি সাইটে যে থীম ছিলো , সাবডোমেইনে সেই থীম নাই , সেই সেটিংসও নাই ,এক্ষেত্রে কি করবো ?

      @শুভ্র: এইগুলা ওয়ার্ডপ্রেসের এডভান্সড লেভেলের কাজ।
      বেটার আপনি নিজেই গুগল করুন।

বাবর ভাই ঠিকই বলেছেন। এছাড়াও আমি অনেকদিন আগে ওয়ার্ডপ্রেসের একটা সাবডোমেইন নামের প্লাগিন দেখেছিলাম। যেটা দিয়ে এইরুপ কাজ করা যায়।