দিতে আসিনি নিতে এসেছি...
আসলে নেটে বসার মত খুব একটা সময় আমি পাইনা। তার পরো প্রতিদিন কিছু সময় বের করেনেই কিছু বাংলা ব্লগ দেখার জন্য তার মধ্য টেকটিউনস একটি। টেকটিউনস একমাত্র আইটি বিষয়ে লেখা লেখি বেশিহয়ে তাকে তাই এখানের টেকি ভাইদের কাছে আমার একটি আশা যে আপনারা আমার এই কয় একটি বিষয়ের সঠিক সমাধান দিবেন। কারণ আপনারা অনেক ধরনের টিপস দিয়ে থাকেন তাই এই আশায় আপনারদের কাছে আমার এই চাোয়া
নিম্নে সমস্যা গুলো উল্লেখ করলাম
১। অন্য কোন মেইল থেকে যখন কোন রঙ্গীন JPG ফাইল আসে তা কিভাবে শুধু সাদা কালো করে প্রিন্ট দিতে পারি ?
২। একি সংগে কি ভিসতা এবং এক্সপি একটি পিসিতে রান করা যায় ? আর যদি করা যায় তাহলে আমি কি ভাবে ভিসতা ডিজএবল রেখে এক্সপি চালাতে পারি অতবা এক্সপি ডিজএবল রেখে ভিসতা ইউজ করতে পারি ?
৩। আমি একটি বংলা ব্লগ তৈরি করতে চাই তা কিভাবে তৈরি করতে পারি ? যদি আমার ব্লগটি তৈরিতে কেউ সাহায্য করেন বা তৈরি করেদেন তা হলে আমি উক্ত ভাইকে পুরুষ্কৃত করব। (ব্লগটি আমার খুব তাড়াতাড়ি তৈরি করা প্রয়োজন)
আমি Adnan Bari। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই দুঃখিত আমি একটির সমাধান জানি না।