সাহায্যঃ দয়া করে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে আমাকে সাহয্য করুন।

                                                                     দিতে আসিনি নিতে এসেছি...
আসলে নেটে বসার মত খুব একটা সময় আমি পাইনা। তার পরো প্রতিদিন কিছু সময় বের করেনেই কিছু বাংলা ব্লগ দেখার জন্য তার মধ্য টেকটিউনস একটি। টেকটিউনস একমাত্র আইটি বিষয়ে লেখা লেখি বেশিহয়ে তাকে তাই এখানের টেকি ভাইদের কাছে আমার একটি আশা যে আপনারা আমার এই কয় একটি বিষয়ের সঠিক সমাধান দিবেন। কারণ আপনারা অনেক ধরনের টিপস দিয়ে থাকেন তাই এই আশায় আপনারদের কাছে আমার এই চাোয়া

                                                                        নিম্নে সমস্যা গুলো উল্লেখ করলাম
১। অন্য কোন মেইল থেকে যখন কোন রঙ্গীন JPG ফাইল আসে তা কিভাবে শুধু সাদা কালো করে প্রিন্ট দিতে পারি ?
২। একি সংগে কি ভিসতা এবং এক্সপি একটি পিসিতে রান করা যায় ? আর যদি করা যায় তাহলে আমি কি ভাবে ভিসতা ডিজএবল রেখে এক্সপি চালাতে পারি অতবা এক্সপি ডিজএবল রেখে ভিসতা ইউজ করতে পারি ?
৩। আমি একটি বংলা ব্লগ তৈরি করতে চাই তা কিভাবে তৈরি করতে পারি ? যদি আমার ব্লগটি তৈরিতে কেউ সাহায্য করেন বা তৈরি করেদেন তা হলে আমি উক্ত ভাইকে পুরুষ্কৃত করব। (ব্লগটি আমার খুব তাড়াতাড়ি তৈরি করা প্রয়োজন)

Level 0

আমি Adnan Bari। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই দুঃখিত আমি একটির সমাধান জানি না।

১) আপনি যখন ছবি প্রিন্ট করবেন, তখন প্রিন্টার সেটিংস দেখানোর কথা, সেখানেই সাদা/কালো কিম্বা রঙীন অপশান বেছে নিতে পারবেন
২) মাল্টিবুট সিস্টেম করতে হবে এর জন্য। বুট করার সময়েই অপারেটিং সিস্টেম বেছে নিতে পারবেন, আলাদা করে Disable করে রাখতে হবেনা
৩) ফ্রি বাংলা ব্লগ বানাতে চাইলে অনেক প্ল্যাটফর্ম আছে যেমন ওয়ার্ডপ্রেস, ব্লগস্পট ইত্যাদি। এছাড়াও বাংলাদেশের নিজস্ব প্রচুর ব্লগিং ওয়েবসাইট আছে। নিজের ব্লগের উপরে সম্পুর্ণ কন্ট্রোল পেতে গেলে ব্লগস্পট ব্লগ খুলে নিন একটা (খুশিমতো টেমপ্লেট ব্যাবহার করতে পারবেন এবং প্রয়োজন হলে পরে নিজস্ব ডমেইন নেম এতে যুক্ত করতে পারবেন)। সহজেই বাংলায় টাইপ করতে চাইলে অভ্র কীবোর্ড ব্যাবহার করুন।

    Level 0

    মাল্টি বুট কিভাবে করতে হয় তা যদি আদনান বারি কে জানিয়ে দিতেন মনে হয় ভাল হত।

প্রিন্টার এর প্রিন্ট গ্রে স্কেল করে একটা অপশন থাকে ওটা সিলেক্ট করে প্রিন্ট করুন।
একই সাথে আমি চারটা অপারেটিং সিস্টেম ও ইউজ করছি এবং এখনও তিনটা করি। এর জন্য আলাদা আলাদা ডিস্কে সেটাপ করে নিতে হবে কস্পিউটার অন করার সময় অপশন আসবে আপনি কোনটা চান যেটা চান সেটা সিলেক্ট করে নিতে হবে।

ব্লগের জন্য ওযার্ডপ্রেস বা ব্লগস্পট ব্যাবহার করুন এবং অভ্র দিয়ে বাংলাটাইপ করুন।

    Level 0

    ভাইজান আপনি কোন চারটি অপারেটিং সিস্টেম use করছেন জানালে ভাল হত।

    উবুন্টু, ফেডোরা, এক্সপি, ভিসতা আর এখন আছে উবুন্টু এক্সপি এবং ভিসতা

Level 0

ধন্যবাদ রিয়া. শাকিল ভাই এবং সেই সাথে ভূত ভাই কে। আপনারা আমার খুব উপকার করলেন। আর EKY ভাইর সাথে একমত রিয়া Sistar যদি পারেন তাহলে মাল্টি বুট কিভাবে করা হয় তা জানাবেন। আমি এই বিষয়ে নতুন তাই ব্লগ তৈরিতে কোন সমস্যায পড়লে আবারো আপনাদের সাহায্য আশা করব।

Level 2

ভাইয়া, আমি আপনাকে ৩ নম্বর বিষয়ে সাহায্য করতে পারব, একটা কথা বলি অনেকেই হয়ত বলবে blogspot দিয়ে ব্লগ খুলতে কিন্তু wordpress.org থেকে যে সুবিধা পাবেন তা কোথাও পাবেন না। যদি প্রয়োজন মনে করেন যোগাযোগ করতে পারেন [email protected]

ধন্যবাদ

মাল্টিবুট / ডুয়াল বুট করতে চাইলে আপনি এই ওয়েবসাইটে দেখুন – http://windows.microsoft.com/en-US/windows-vista/Install-more-than-one-operating-system-multiboot

Level 0

ধন্যবাদ রিয়া Sistar আপনার লিংক থেকে আমি জানতে পারলাম মাল্টি বুট সিস্টেম। আর মাসুদ ভাইকে আমি আগামী রবিবার মেইল করব।