আমি নোকিয়া 5130 Express Music set use করি। আমার রুমমেট না বুঝে সেট টি Format দিয়ে দিছে। এতে করে আমার সেটের সব সেভ করা নাম্বার, এস এম এস সহ সেটে যা ছিল সবকিছু delete হয়ে গেছে। এত সব নাম্বার আমার পক্ষে manage করা কিছুতেই সম্ভব হচ্ছে না। নাম্বার এবং এস এম এস গুলো আমার খুব প্রয়োজনীয়। তাই টেঁকি ভাইদের শরণাপন্ন হলাম। আমার সেটের format হওয়া নাম্বার আর এস এম এস recover করার কোন way আছে কি? নাম্বার গুলো না পেলে আমার অনেক সমস্যা হবে। কেউ কি কোন উপায় বলে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন? আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম।
আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...
আপনি যদি বাংলালিংক ব্যবহার করেন তবে মেসেজ ফিরে পাওয়া সম্ভব কিন্তু নাস্বার আর পাওয়া যাবে বলে মন হয় না কারণ তা মনে হয় Phone এ ছিলো