আমার একটা ব্লগ আছে কিন্তু পোস্ট করলে তা সব আছসে কিভাবে বিস্তারিত করতে হবে যে বিস্তারিত ক্লিক করলে তারপর পোস্টটির বাকি টুকু লেখা দেখা যাবে এটা নিযে আগে ও পোস্ট করেছিলাম @জাহিদ হাসান ভাই আমাকে এই লিং টা দিয়েছিলেন http://newtunebd.blogspot.com/2012/07/use-automatic-read-more-jump-break-with.html
আমি সেই অনুযায়ী কাজ করি এবং আমি আমার ব্লগ পোস্ট এ বিস্তারিত করতে পারি কিন্তু আমার ব্লগ এ কিছু সমস্যা হয় পরে তা আবার মুছে যায়।এই লিং টা সেভ করে রাখছিলাম কিন্তু কাজ হয় না।google এ ও অনেক ট্রাই করছি কিন্তু তাদের যেই কোড টা সার্চ করতে বলে সার্চ দিলে আসে না।এখন কেউ আমাকে একটা লিং দেন যাতে আমি আমার ব্লগ পোস্ট এ বিস্তারিত আনতে পারি।
আর আমার প্রশ্নগুলো হল।
১. ফ্রি ব্লগ এ আমি যদি ইংরেজি তে একটা ব্লগ করি তাহলে কি গুগোল এডসেন্স তা গ্রহন করবে যখন আমার যথেষ্ট ভিজিটর এবং ভাল seo বা যা যা লাগে সব কিছু থাকবে ? কারন ব্লগ এ অনেক যায়গাই বাংলা থাকে।
২. নাকি আমার ডোমিন এবং হোস্টিং কিনে কাজ করতে হবে ইংরেজী সাইট এর জন্য।আর ডোমেইন নিলে এটা কতদিন কেমন কাজ করবে একটু জানাবেন দয়াকরে বিস্তারিত বর্ননা দিয়ে।
৩. webnode থেকে ফ্রি সাইট ওপেন করা যায় এটা পুরো ইংরেজী এটাতে যদি আমি কাজ শুরু করি তাহলে কি গুগোল এডসেন্স তা গ্রহন করবে?
আমি শেখ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইরে এই ধরনের সমস্যায় সমাধান পাওয়া বেশ মুস্কসেশ।এমন একজনকে ধরো যে তোমাকে মিনিমাম সাহায্য করতে পারবে। গুগল থেকে নিয়ে খেতে খেতে আর হজম করতে অনেক সময় মেডিকেল ভর্তি হতে হয়। মুখে অনেক কিছু বলা যায় কিন্তু বাস্তব বড় কঠিন ও নিষ্ঠুর! জান শেষ।
ব্লগস্পট এর মাধ্যমে ব্লগ করতে পারেন। একটি ডোমেইন নিয়ে তা ব্লগস্পট এ হোস্ট করেন। তারপর শুরু করেন ব্লগিং। যথেস্ট ভিসিটর ও পাইরেটেড কন্টেন্ট না থাকলে আপনি এডসেন্স পাবেন ৮০% নিশ্চিত।
অথবা ডমেইন নিয়ে ফ্রী হোস্টিং করতে পারেন। ওয়ার্ডপ্রেস ব্লগ এর জন্য। দুটোই কাজ করবে ১০০%।