ব্লগ নিয়ে এবং কিছু প্রশ্নের উত্তর দিন

আমার একটা ব্লগ আছে কিন্তু পোস্ট করলে তা সব আছসে  কিভাবে বিস্তারিত করতে হবে যে বিস্তারিত ক্লিক করলে তারপর পোস্টটির বাকি টুকু লেখা দেখা যাবে এটা নিযে আগে ও পোস্ট করেছিলাম  @জাহিদ হাসান ভাই আমাকে এই লিং টা দিয়েছিলেন http://newtunebd.blogspot.com/2012/07/use-automatic-read-more-jump-break-with.html

আমি সেই অনুযায়ী কাজ করি এবং আমি  আমার ব্লগ পোস্ট এ বিস্তারিত করতে পারি কিন্তু আমার ব্লগ এ কিছু সমস্যা হয় পরে তা আবার মুছে যায়।এই লিং টা সেভ করে রাখছিলাম কিন্তু কাজ হয় না।google এ ও অনেক ট্রাই করছি কিন্তু তাদের যেই কোড টা সার্চ করতে বলে সার্চ দিলে আসে না।এখন কেউ আমাকে একটা লিং দেন যাতে আমি আমার ব্লগ পোস্ট এ বিস্তারিত আনতে পারি।

আর আমার প্রশ্নগুলো হল।

১. ফ্রি ব্লগ এ আমি যদি ইংরেজি তে একটা ব্লগ করি তাহলে কি গুগোল এডসেন্স তা গ্রহন করবে যখন আমার যথেষ্ট ভিজিটর এবং ভাল seo বা যা যা লাগে সব কিছু থাকবে ? কারন ব্লগ এ অনেক যায়গাই বাংলা থাকে।

২. নাকি আমার ডোমিন এবং হোস্টিং কিনে কাজ করতে হবে ইংরেজী সাইট এর জন্য।আর ডোমেইন নিলে এটা কতদিন কেমন কাজ করবে একটু জানাবেন দয়াকরে বিস্তারিত বর্ননা দিয়ে।

৩. webnode থেকে ফ্রি সাইট ওপেন করা যায় এটা পুরো ইংরেজী এটাতে যদি আমি কাজ শুরু করি তাহলে কি গুগোল এডসেন্স তা গ্রহন করবে?

Level New

আমি শেখ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্লগস্পট এর মাধ্যমে ব্লগ করতে পারেন। একটি ডোমেইন নিয়ে তা ব্লগস্পট এ হোস্ট করেন। তারপর শুরু করেন ব্লগিং। যথেস্ট ভিসিটর ও পাইরেটেড কন্টেন্ট না থাকলে আপনি এডসেন্স পাবেন ৮০% নিশ্চিত।

অথবা ডমেইন নিয়ে ফ্রী হোস্টিং করতে পারেন। ওয়ার্ডপ্রেস ব্লগ এর জন্য। দুটোই কাজ করবে ১০০%।

ব্লগস্পট এর রিস্ক আছে। গুগল যখন তখন আপনার ব্লগ রিমুভ করে দিতে পারে যদি কেউ অভিযোগ করে অথবা তারা যদি কোনো নিতিমালা বিরোধি কিছু পায়। তাই, সাবধান !!

Level New

টেমপ্লেট এ যেয়ে প্রথমে এটা খোজ করে এর নিচে একটা কোড বসাতে হই এর পর খোজ করে এর নিজে একটা কোড বসাতে হই প্রথম কোড পাচ্ছি কিন্তু ২য় কোড টা সার্চ দিয়ে লাল আসতেছে কিছু নাই সো করছে আমি কি কি? প্লিজ সবাই একটু জানান

Level New

@মোঃ নাজমুস সাকিব http://www.webnode.com থেকে যদি ফ্রি সাইট ওপেন করি তাহলেও কি আমার ডোমিন নেয়া লাগবে? নাকি এমনিই কাজ করতে পারবো? নাকি ডোমিন নিলে সবচেয়ে সুবিধা বেসি

ফ্রি সাইট আর পেইড ডোমেইন এর মধ্যে ব্যপক তফাৎ। গুগল পেইড ডোমেইনকেই আগে প্রাধান্য দেয়। আপনি ফ্রি করতে পারেন। সমস্যা নেই। ভিসিটর বেশী পেতে হলে অবশ্যই পেইড নেয়া উচিৎ ।

আর “Read More” Option টির জন্য আমার ব্লগ এ Just : Settings > Others > Allow Blog Feed > এখানে Until Jump Break দিন । এরপর থেকে পোস্ট এ জাম্প ব্রেক এর পর থেকে “Read More” দেখাবে।

Level New

ধন্যবাদ জানানোর জন্য আসলে আমি এই বিষয়টিই জানতাম না যে গুগল পেইড ডোমেইনকে বেশি প্রধান্য দেয়। আমার ব্লগ এ সব বাংলা
ব্লগ ফীড মঞ্জুর করুন ? এই রকম আছে ওই খানে জাম্প ব্রেক পর্যন্ত
সিলেক্ট করছি কিন্তু হয় না 🙁

Level New

এই কোড না খুজে পাচ্ছি না

Level New

ও কোড না এখনে সো করছে না

আপনি ভিন্ন টেমপ্লেট ব্যবহার করে দেখতে পারেন। অন্য টেমপ্লেট এ হয়তো থাকতে পারে।

Level 0

ভাইরে এই ধরনের সমস্যায় সমাধান পাওয়া বেশ মুস্কসেশ।এমন একজনকে ধরো যে তোমাকে মিনিমাম সাহায্য করতে পারবে। গুগল থেকে নিয়ে খেতে খেতে আর হজম করতে অনেক সময় মেডিকেল ভর্তি হতে হয়। মুখে অনেক কিছু বলা যায় কিন্তু বাস্তব বড় কঠিন ও নিষ্ঠুর! জান শেষ।

Level New

@মোঃ নাজমুস সাকিব টেমপ্লেট চেঞ্জ করছি কিন্তু কাজ হয় না।
!@kazi38 ভাই ঠিক কথা কইছেন