সাহায্যঃ সাহায্য চাই । কেউ কি পারবেন সাহায্য করতে?

আমার নোকিয়া ৫১৩০ এক্সপ্রেস মিউজিক মোবাইলে  ভুলে লক কোড লেগে গেছে।আমি তা খুলতে  পারতেছিনা।দোকানে গেলে বলে ফ্লাশ করা লাগবে এবং ৫০০ টাকা লাগবে। এখন আমি কি করব।দয়া করে কেউ সাহায্য করেন?কেও যদি পারেন তাহলে সাহায্য করেন।নাহলে দোকানে গিয়ে ৫০০ টাকা খরচ করতে হবে।

Level 0

আমি dip mazumder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 334 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    এতা দিএ দেখেছি কিন্তু স্কেন করে আমার মোবাইল তা খুজে পাইনা।একতু বর্ণনা করেন

ভুলে কোড লক লেগে গেছে? কোড যদি ডিফল্ট থেকে বদল করে থাকেন তাহলে সেই লক কোড আপনারই জানার কথা, তাইনা? সম্ভাব্য আনলক কোড দিয়ে চেষ্টা করুন? অনেক চেষ্টা করেও ফল পাননি মনে হচ্ছে। কি এমন কোড সেট করেছিলেন যা নিজেই ভুলে গেলেন? একটু মনে করার চেষ্টা করুন না?

    আরে ভাই আমি কোড হিসেবে ১২৩৪৫৬ করেছিলাম।কিন্তু মোবাইল বন্ধ হয়ে যাওয়ার পর দেখিআবার খুললে দেখি কোড, পালতে গেছে।এখন কি করব বলেন

    নিজে নিজেই কোড বদলে যাচ্ছে নাকি? সর্বনাশ! তাহলে ডিফল্ট লক কোড দিয়ে কাজ হওয়ার কথা। নিজে নিজে বদলে গেলে ফ্যাক্টরি ডিফল্টে চলে যাওয়ার কথা। কি জানি, আমি বুঝতে পারছিনা, এক্সপার্টের পরামর্শ নেওয়াই ভালো।

এখনো ঠিক হয় নাই? তাহলে আমারে ফোন দিছিলা কেমনে?

সাকিল ভাইয়া আমার আরেকটা মোবাইল দিয়ে আপনাকে ফোন করেছিলাম

সাকিল ভাইয়া আমাকে বলো নকিয়া মোবাইলের ফ্লাশ কোড কত।এছারা আমার আর কোন পথ নেই

দ্বীপ তুমি এই কোডটি ব্যবহার করতে পার তোমার মোবাইল ফ্ল্যাস করার জন্য *#7370# । বিস্তারিত জানতে এই টিউনটি পড় https://www.techtunes.io/mobileo/tune-id/10650/ । এতে তোমার ছোট খাট সমস্যা দূর হবে আশা করি ।

Level 0

এখনকার নকিয়া মোবাইল গুলোতে সিকিউরিটির জন্য ভূল কোড টাইপ করলে পরে আর সঠিক কোডটি দিলে্ও কাজ করেনা। এজন্য আপনি আপনার ফোনটি চালু করে কোনো কোড টাইপ না করে ৫মিনিট অপেক্ষা করুন, এরপর আপনার সঠিক কোডটি দিলে আশাকরি ফোন চালু হবে।

@হাসিব *#7370# এই কোডটি হল Restore Factory Setting কোড অনেকেই এটিকে Format বা Flash কোড বলে আসলে এটি কিন্তু না। নকিয়া আসল Format বা flash কোড হল * , 3 , dial key। একে Hard Format বলে। এই তিনটি কি একসাথে চেপে ধরে আপনার ফোনটিকে চালু করতে হবে। সবকিছু ঠিকমতো হলেই শুধু Format বা Flash হবে এবং এটি শুধুমাত্র Symbian OS supported Handset এ কাজ করবে।

ধন্যবাদ।