আস্সালামু আলাইকুম। ভাই, আমি মূলত টেকটিউন্স এর একজন পাঠক। বিপদে পড়েছি তাই সাহায্যের জন্য আপনাদের দুয়ারে হাজির হয়েছি। সম্ভব হলে দয়া করে সাহায্য করার জন্য অনুরোধ করছি।
আমার একটা "SILICON POWER" ব্রান্ডের 4GB পেন ড্রাইভ আমার এক বন্ধু নিয়ে যায়। আমি তার থেকে এটা ফেরত নিবার পর দেখি এটা Write Protected হয়ে গেছে। গুগলে সার্চ করে কয়েকটা সফটওয়্যার পাই Write Protection রিমুভ করার। কিন্তু কাজ করে না। এই পদ্বতিটা এপ্লাই করেছিলাম। কাজ হয়নি। >>>>>
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies
কেউ কি এই সমস্যার কোন সমাধান দিবেন? আমার খুব উপকার হয়। টাকার অভাবে আরেকটা Pen Drive ক্রয় করতে পারতেছি না।
ধন্যবাদ সবাইকে।
আমি Selim Abubakar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আলমাস এর এই সফটওয়্যার টা ব্যবহার করেন।
লিঙ্ক => http://www.mediafire.com/?ecydf0f8czpy1qi
ইন্সটল করে দেখেন যে Write Pro নামে একটা ট্যাব আছে। ওটাতে ক্লিক করেন। এরপর রিমুভ ইউএসবি প্রোটেকশন সিলেক্ট করেন!
আসা করি কাজ হবে! 🙂 🙂 🙂