“গরীব মানুষ, সাহায্য চাই!” Write Protection সমস্যা

আস্‌সালামু আলাইকুম। ভাই, আমি মূলত টেকটিউন্স এর একজন পাঠক। বিপদে পড়েছি তাই সাহায্যের জন্য আপনাদের দুয়ারে হাজির হয়েছি। সম্ভব হলে দয়া করে সাহায্য করার জন্য অনুরোধ করছি।

আমার একটা "SILICON POWER" ব্রান্ডের 4GB পেন ড্রাইভ আমার এক বন্ধু নিয়ে যায়। আমি তার থেকে এটা ফেরত নিবার পর দেখি এটা Write Protected হয়ে গেছে। গুগলে সার্চ করে কয়েকটা সফটওয়্যার পাই Write Protection রিমুভ করার। কিন্তু কাজ করে না। এই পদ্বতিটা এপ্লাই করেছিলাম। কাজ হয়নি। >>>>>

  • Open Start Menu >> Run, type regedit and press Enter. This will open the registry editor.
  • Navigate to the following path:
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies
  • Double click the key WriteProtect in the right pane and set the value to 0
  • In the Data Value Box, press OK

কেউ কি এই সমস্যার কোন সমাধান দিবেন? আমার খুব উপকার হয়। টাকার অভাবে আরেকটা Pen Drive ক্রয় করতে পারতেছি না।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি Selim Abubakar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আলমাস এর এই সফটওয়্যার টা ব্যবহার করেন।
লিঙ্ক => http://www.mediafire.com/?ecydf0f8czpy1qi
ইন্সটল করে দেখেন যে Write Pro নামে একটা ট্যাব আছে। ওটাতে ক্লিক করেন। এরপর রিমুভ ইউএসবি প্রোটেকশন সিলেক্ট করেন!
আসা করি কাজ হবে! 🙂 🙂 🙂

ধন্যবাদ নিয়াজ মেহেদী খান ভাই। দুঃখের কথা হইল সফটওয়্যারটা আমার পেনড্রাইভে কাজ করেনি। 🙁

To remove write protection:

1. Open Start Menu

2. Run, type regedit and press Enter, this will open the registry editor.

3. Navigate to the following path:
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies

4. Double click the key WriteProtect in the right pane and set the value to 0 In the Value Data Box and press OK button

5.Exit Registry

6. Restart your computer and re-connect your USB pen drive on your computer.

এভাবে চেষ্টা করে দেখেন। কাজ না হলে জানাবেন। দেখি কি করা যায়…

    @জাহিদ হাসান: @জাহিদ হাসান ভাই, এই পদ্ধতিটা আমি এপ্লাই করেছিলাম। কাজ হয়নি। বিকল্প কিছু কি আছে? কষ্ট করে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ।

@জাহিদ হাসান ভাই, এই পদ্ধতিটা আমি এপ্লাই করেছিলাম। কাজ হয়নি। বিকল্প কিছু কি আছে? কষ্ট করে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ।

Level 0

[http://www.silicon-power.com/support/su_dlc.php?type=software#a_software] ai link theke nicher software ta namia nin
USB Flash Drive Recovery
it can be repaired your device.