ভাই আমার কম্পিউটারে কয়েকদিন থেকে একটা ম্যসেজ দেখাচ্ছে আমি বুঝতে পাড়ছি না। আমি windows XP
ব্যবহার করি।
আমার কম্পিউটারে কোন USB লাগানো নাই । এমনকি কেসিং এর USB লাইন ও খুলে ফেলছি। Reset করলে আবার আসে।
আমি নতুন করে windows সেটাপ দিয়েছি কিন্তু কোন কাজ হলো না।
**** এ অবস্থায় কম্পিউার চালালে কি কোন সমস্যা হবে।
>>>>>>>>>>>>>>>>
>>>>> Sory, ভাই একাউন্ট খুলেই সহায্য চাইছি, কিছু মনে করবেন না।
আশা করি ছোট ভাইয়ের সমস্যা সমাধান দিবেন।
আমি Asad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার মাদারবোর্ডের সিডি দিয়ে ডিভাইসটিকে আপডেট দিন, এটার জন্য এমনি কোন প্রবলেম হবে না কিন্তু ইউএসবি যখন প্রবেশ করাবেন তখন সমস্যা করবে । আর যদি মাদারবোর্ডের সিডি না থাকে উইন্ডোজ ৭ ইন্সটল করেন এতে একটি সুবিধা পাবেন অনলাইনে ডিভাইসটিকে ইন্সটল করতে পারবেন ।