সাহায্যঃ সাহায্য চাই: গুগল এডসেন্স এডস সম্পর্কে …

এটি আমার দ্বিতীয় টিউন। আমি গুগল এডসেন্স ব্যবহার করি।সমস্যা হলো এডস নিয়ে।আমি (468 x 60) সইজের এডস ব্যবহার করি ইমেজ-১ এখানে দুইটা লিংক ব্যবহার করা হয়েছে।কিন্তু আমি চাই ইমেজ-২ এর মত একটা লিংক এডস ব্যবহার করতে।দুইটা এডস এর সাইজ (468 x 60)।আপনারা যদি আমাকে সহায্য করেন খুব উপকার হবে।আমি অনেক সাইটে দেখেছি ইমেজ-২ এর মত এডস ব্যবহার করতে। আশা রাখি টিউনসরা আমাকে সাহায্য করবেন।কোথাউ ভুল হলে মাফ করবেন।
google_ads
Goole_ad2

Level 0

আমি সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

See This My Blog Site http://iphonevolt.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কেউ নাই সাহায্য করার??

আমরা এটা নির্দিষ্ট করে দিতে পারবোনা কয়টা লিঙ্ক দেখাবে এড ইউনিটে। কতোগুলি এড আসবে তা ঠিক করে গুগল এডসেন্স রোবট। এটা আমাদের হাতে নেই। তবে যদি ৪৬৮x১৫ কিম্বা ৭২৮x১৫ লিঙ্ক ইউনিট হয়, তাহলে আমরা তাতে ৪ কিম্বা ৫’টি লিঙ্ক চাইতে পারি। কিন্তু এড ইউনিটের বেলায় আমরা তা পারিনা। লিঙ্ক ইউনিট ও এড ইউনিট আলাদা জিনিস। আপনি যেসব পাতায় একটি লিঙ্ক দেখেছেন ৪৬৮x৬০ এড ইউনিটে, সেই পাতা বার বার রিফ্রেশ করলেই দেখবেন লিঙ্ক বাড়বে/কমবে। আমার ওয়েবসাইটেও তা হয় দেখেছি। মাঝে মাঝে একটি লিঙ্ক দেখায়, কিন্তু রিফ্রেশ করলেই দুটি লিঙ্ক এসে যায়।

কেউ কি আছেন?সাহাযা করবেন/ আমাদের আরো উদার হতে হবে/