১২ ভোল্টের UPS বিষয়ে সাহায্য চাই

আসসালামু আলাইকুম। সম্মানিত ব্লগারবৃন্দ আমি আগামীকাল ষ্টুডিও ও প্রিন্টিং বিষয়ক একটি দোকান খুলতে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আমার একটি

UPS আছে। কিন্তু এটা মাত্র ১৫-২০মিনিট ব্যাকআপ দেয়। আমি চাচ্ছি এমন একটা UPS যেটা ১-২ঘণ্টা ব্যাকআপ দেয়। বিভিন্ন ট্রাক, বাসে যেসব ১২

ভোল্ট ব্যাটারি থাকে আমি সেগুলো দিয়ে চাচ্ছি একটা UPS বানাতে। ছোট UPS এর সার্কিট কী ১২ ভোল্ট ব্যাটারীতে লাগানো যাবে? তা না হলে ১২ ভোল্ট

ব্যাটারীর প্রয়োজনীয় ইলেকট্রিক জিনিস কোথায় পাবো ও দাম কত হবে দয়া করে জানাবেন।

Level 0

আমি Mourshedul Azad Palash। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Jodi apni ups er casing khule otar Transistor heatsink er upor ekta fan lagate paren tahole hobe. Tobe 1 gonta er besi chalale apnar ups er transformer over heat hoye pure jete pare. Apnake alada charging unit bosate hobe. Karon ato boro battery ups charge dite parbe na, parleo onek time nibe. So apni IPS baniye nin ba kine nin. IPS bananor jonno sokol parts dhakar Patuyatuli kinba stadium market a pawya jai. Valo thakben

Ips er tho onk dam…

Level 0

@সাব্বির ECE সঠিক কথা বলেছেন। তবে আইপিএস ব্যবহার করলেও কারেন্ট গেলে আপনার পিসি রিষ্টার্ট হবে।
দাম বেশী ব্যাটারীর মেশিনের দাম ৬০০ ভিএ ৫-৭ হাজার টাকা।

ভাই আপনার upsটা খুব সম্ভব 600/650VA এই ইউপিএস দিয়ে বেশী এম্প এর ব্যাটারী লাগিয়ে হয়তো চালানো যাবে কিন্তু upsটা কতদিন টিকবে সেটাই হচ্ছে প্রশ্ন। আপনার ইউপিএস টা যেহেতু কম ব্যাকআপ দেয় তাই ধরেই নিচ্ছি এটার ট্রান্সফর্মারটাও হেভি ডিউটি নয়। তাই অন্তত দ্বিগুন বা ১০০০ভিএ ইউপিএস দিয়ে চেষ্টা করতে পারেন। তবে আপনার এলাকায় লোডশেডিং কতবার হয় কিংবা কতক্ষন ধরে চলে সেটাও একটা বিবেচ্য বিষয়। আমি ৩০অ্যাম্প এর ব্যাটারী দিয়ে 650VA থেকে ১ঘন্টার কিছু বেশী ব্যাকআপ আদায় করতে পেরেছিলাম। কিন্তু upsটা বেশী দিন স্থায়ী হয়নি।