অনেক দিনের আশা একটা এন্ড্রয়েড হ্যান্ড সেট কিনব। অবশেষে হাতে টাকা আসলো ।এখন ভাবছি কি সেট কিনব অথবা কোনটা কেনা ভালো হবে।আমার সেট কেনার জন্য বাজেট ১৫০০০ টাকা।যদি কেউ দয়া করে পরামর্শ দিতেন কোন সেট কিনব তা হলে উপক্রিত হতাম।
আমার পছন্দ Samsung-Galaxy-Pocket এবং Samsung-Galaxy-Y
দুইটারই সবকিছু প্রায় একি। কিন্তু গ্যালাক্সি পকেট এর RAM কত কোথাও খুঁজে পেলাম না। ডিসপ্লেটা আমার কাছে সমস্যা না। আমি যাতে মোটামুটি দরকারি অ্যাপ্লিকেশান গুলো চালাতে পারি।
দুইটির মধ্যে তুলনা এখানে দেখতে পারেন।
ঠিক বুঝতে পারছি না কোনটা কিনব
আপনাদের জানা কোনো সেট থাকলে জানাবেন।
আমি parag44। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Sony Ericsson live with walkman কিনুন। এই দামে সবচে সেরা। আমি ব্যবহার করি।