জানার শেষ নাই তাই আরো জানতে চাই।

আমি ২০০৮ সাল থেকে নিয়মিত টেকটিউন ভিজিট করি। এমন কোন দিন নাই যে আমি টেকটিউন ভিজিট করি নি।যখন ই কম্পিউটার এ ইন্টারনেট ওন করি সবার আগে আমি টেকটিউন ভিজিট করি।টেকটিউন এ টিউন করার ইচ্ছা ছিল অনেক আগে থেকে। অনেক আগে একবার রেজিস্টেশন করছিলাম কিন্তু তখন আমি নেট সম্পর্কে তেমন অভিজ্ঞ ছিলাম না।তাই আমি রেজিস্টেশন করার সর্তে ও কোন টিউন করতে পারি নি।

২০০৮ সাল থেকে আমি টেকটিউন এ দেখে আসছি যে নেট থেকে টাকা ইনকাম করুন কিন্তু আমি সেই সব টিউন কোখনোই ওপেন করে দেখি নি বা দেখার ইচ্ছা ও হয়নি।

কারন আমি তখন নিজে কম্পিউটার এর কাজ শিখাতাম ms word,excel,access,powerpoint আর photoshop আমার অনেক student ছিল এবং আমি একটা প্রতিষ্টান এ ও শিখাতে যেতাম।আমি তখন ছোট ছিলাম, তখন আমার বয়স ১৪/১৫ কিন্তু কম্পিউটার এ এইসব বিষয় এ ভালই জানতাম আর আমি টাইপ খুব দ্রুত করতে পারি তাই অনেক এ দেখে অবাক হত ।যেহেতু তখন আমি কম্পিউটার শিখাতাম তাই আমার কাছে সব সময় ই টাকা থাকতো।

কিন্তু টেকটিউন এ দেখতাম প্রতি মাসে ইনকাম করুন ৪০.০০০টাকা আমি টাইটেল দেখেই অবাক।তাই আমি পোস্ট টি পড়তাম। আমি তখন বুঝতাম না ptc কি? কিন্তু আমি পড়তাম আর সেই ভাবে singup করতাম।আর ক্লিক করতাম 😀 ।  কিন্তু কিছুদিন করার পর ওই পোস্ট টি ওপেন করে দেখতাম যে নিচে ২০/৩০টা কমেন্ট পড়ে গেছে যে ভাই আপনি কি টাকা পাইছেন? শুধু শুধু ভুয়া পোস্ট করেন। আরো কমেন্ট করতো  সব পুরা ভুয়া। যেহেতু কইদিন কাজ করছি আমি তাই আমার মন ভেঙ্গে যেত এই সব কমেন্ট দেখে 🙁 ।তবুও আমি মাঝে মাঝে গুগোল এ সার্চ দিতাম কিভাবে টাকা আয় করা যায়।যেইখানে লিখা দেখতাম odesk,freelancer  google adsense এর কাজ করে টাকা ইনকাম করুন এই সব এ কখোনই ওপেন করতাম না।ওপেন করলে ও দেখতাম যে বিড করে গ্রাফিক্‌ ডিজাইন ওয়েব ডেভলপার,ওয়েব ডিজাইন ডাটা এন্ট্রি,প্রোগ্রামিং ইত্যাদি কাজ করে $ ইনকাম করতে হবে।তখন ও বুঝতাম না এই সব কি।তাই আমি আর কখনোই আর এইসব লিখা দেখলে ওপেন করে দেখতাম না।যেইখানে দেখতাম ক্লিক করে ১০.০০০/২০.০০০টাকা ইনকাম করুন সেই গুলো নিয়ে ঘাটতাম বেশি।এবং সহজেই রেজিষ্টেশন করা যায় এবং ক্লিক এই $ তাই সেই গুলাই কাজ করতাম। কিন্তু আর ভাল লাগলো না।কিছুদিন করে পুরাই ফালতু মনে হল। এখন বুঝি তখন আমার সময় আর মেধা দুই.. নষ্ট করেছি। 🙁

এরপর বিভিন্ন সাইট এ সার্চ দিতে শুরু করলাম কিভাবে নেট থেকে টাকা পাওয়া যায় এবং প্রমান সহ এবার আর কাচা কাজ করি নি 😀 ।এর পর দেখি যাদের ই প্রমান সহ টাকা ইনকাম করার গল্প আছে তারা সবাই odesk freelancer google adsense থেকে টাকা ইনকাম করেছেন।এরপর এই সব নিয়ে অনেক ঘাটা শুরু করলাম এবং আস্তে আস্তে জানতে পারলাম নেট থেকে টাকা ইনকাম করার সহস্য। বুঝতে শুরু করলাম odesk, google adsense ইত্যাদি সম্পর্কে।কিন্তু আমি কখনই odesk এ কাজ করার চেষ্টা করি নি কারন আমি তেমন কিছু জানি না।তবে হ্যা একাউন্ট খুলছিলাম তখন ১জিবি ইজস করতাম মেগা ও বেসি খচর হত তাই আমি আর odesk এ কাজ করি নি। শুধু yahoo massager use করতাম।তখন ও ফাটতু টাইম নষ্ট করছিলাম।এখন বুঝতেছি তখন যদি আরো চেষ্টা করতাম এখন যেমন করছি তবে এখন হইতো অনেক সুন্দর অনলাইন ক্যারিয়ার গড়তে পারতাম।

এখন আমি google adsense এ apply করার কথা ভাবছি। এটা নিয়ে ও অনেক সার্চ দিলাম অনেক সাইট থেকেই অনেক কিছু জানলাম।জানলাম যে apply করতে হলে আমার একটা ওয়েব সাইট থাকা লাগবে।নিচে আরো লেখা ছিল ফ্রি ব্লগ কিভাবে খুলতে হই।খুললাম একটি ব্লগ জিম নিয়ে।এর পর শুনলাম seo সম্পর্কে ভাল জানতে হবে। কিন্তু seo পড়লাম মাথায় ই ঢুকে না।কিছু কিছু বুঝি আবার অনেক কিছু বুঝি না।তবুও অনেক কষ্টে টেকটিউন এর হেল্প নিয়ে ব্লগটিকে সাজালাম যেই টুকু পারলাম, এটা আমার ব্লগ দেখতে পারেন http://gymworldtips.blogspot.com/ ।জিম নিয়ে টেকটিউন এ একটা পোস্ট করছিলাম সেইখান থেকে ভিজিটর পেলাম।৭/৮দিন এ প্রায় ১৯০০হল।কিন্তু জিম নিয়ে লিখতে হলে বিভাগ করার দরকার হয় কিন্তু কিছুতেই বিভাগ বানাতে পারলাম না।ব্লগ বানানোর ২দিন পর ভাবলাম দেখি আমার ব্লগ টার কোন লিখা লিখে google এ সার্চ দেই।সার্চ দিলাম পুশ-আপ দিয়ে কিন্তু ওমা দেখি আসে না 🙁 । তাইলে ভাবলাম কি হল ব্লগ বানালাম সার্চ দিলাম আসলো না কেন? এর পর কয়েকদিন আগে সার্চ দিলাম পুশ-আপ লিখে দেখি  ১ম পেজ এর ৫নং সিরিয়াল এ। কেন কেমনে আইলো জানিনা  🙁

কিছু পোস্ট এ দেখলাম google adsense এ নাকি বাংলা accpte করে না।মনটা খারাপ হয়ে গেল।

কিন্তু ভাবলাম ব্লগ যখন করেছি লিখা চালিয়ে যায়।শখ বসত 🙂

সবাই এখন নেট থেকে টাকা ইনকাম করার জন্য উঠে পড়ে লেগেছে।আমি ও করতে চাই।

কিন্তু আমি এখন কি করি? আমার কিছু প্রশ্ন

১. ব্লগ এর মাধ্যমে কি টাকা ইনকাম করা যায়?

২. google adsense কি বাংলা ব্লগ সাপোর্ট করে? (যখন আমার ভিজিটর বাড়বে এবংপেজরাঙ্ক ইত্যাদি)

৩. আমি যদি ডোমেইন কিনে একটা সাইট খুলি এতে যদি আমি বাংলা লিখি তাইলে কি google adsense সাপোর্ট করবে।

৪.আর আমি যদি একটা সাইট ওপেন করি ডোমেইন কিনে তাইলে ইনকাম করার আর কি কোন রাস্তা আছে?

৫. আর সাইট যদি বানায় তবে আমাকে কি কি বিষয় সম্পর্কে ভাল ধরনা থাকতে হবে?

এইসব শিখার জন্য আমি অনেক সময় ব্যায় করতে রাজি।

বড় ভাইয়াদের কাছ থেকে আশা করি উত্তর পাব।

আমার এই প্রশ্ন গুলো হয়তো অনেক এর ই প্রশ্ন তাই আপনারা যদি কমেন্ট করে কিছু পরামর্শ দেন তবে আমি মনে করি ,আমার এবং অনেক এর ই অনেক সুফল বয়ে আনবে।

Level New

আমি শেখ সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১) ব্লগ এর মাধ্যমে অবশ্যই টাকা ইনকাম করা যায়। তবে আপনার ব্লগে পাইরেটেড কিছু থাকলে অথবা খুব বেশি পরিমানে কপি করা পোস্ট থাকলে আপনার ব্লগে অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারবেন না । তবে পেইড লিঙ্ক এর মাধ্যমে টাকা আয় করা সম্ভব।

২) গুগল এখনো বাংলা সাইট সাপোর্ট করে না। অ্যাডসেন্স এর জন্য ইংলিশ ব্লগ আবশ্যিক।
৩) অ্যাডসেন্স পেতে আপনার সাইট টি কমপক্ষে ৬ মাস বয়স হতে হবে। অর্থাৎ ৬ মাসের আগে অ্যাডসেন্স অ্যাপ্লাই করলে রিজেক্ট হোয়ার সম্ভাবনাই বেশী।
৪) অ্যাডসেন্স ছাড়া অন্যান্য অনেক রাস্তা আছে। আপনি পেইড লিঙ্ক যেমন Adfly এর লিঙ্ক, পেইড হোস্টিং এ আপনার ফাইল গুলি আপলোড করতে পারেন। যেমন ziddu / uploaded.com etc. অথবা গুগলের বিকল্প এড দিতে পারেনঃ https://www.techtunes.io/internet/tune-id/18545

৫) সাইট বানাতে হলে HTML, CSS সম্পরকে ভাল ধারনা থাকতে হবে, WordPress, Cpanel ও Photoshop পারলেই আপনি মোটামোটি ভাবে ভাল সাইট বানাতে পারবেন।

Level New

ধন্যবাদ। তার মানে আমি ব্লগ থেকে ইনকাম করতে পারবো কিন্তু অ্যাডসেন্স এ এপ্লাই করতে পারবো না।কারুন আমার ব্লগ টি বাংলা।
আমার ব্লগ এ পাইরেটেড কিছু নেই সব নিজের লিখা।
আর আমি Photoshop কাজ পারি বাকি গুলা শিখে নিব

    @SUMONSOPNO: এই তো আপনি বুঝে গেছেন। আপনি বাংলা ব্লগ বা সাইট দিয়ে অ্যাডসেন্স এ অ্যাপ্লাই করতে পারবেন না তবে পরে বাংলা সাইটে অ্যাড দিতে পারবেন টিটি র মতো। অ্যাডসেন্স ছাড়াও Infolinks এর অ্যাড আপনার সাইটে বসাতে পারেন।

Level New

@ simplestblogger ধন্যবাদ আপনাকে

Level New

@ simplestblogger আপনি যেই লিং এর কথা বললেন যদি এটা নিয়ে কোন টিউন করা হয়ে থাকে কোন পেজ এ তবে লিং টা দিলে বুঝতে সুবিধা হত

১। হ্যা যায়।

২। করে না।

৩। ডোমেইন না কিনেও blogspot থেকে ব্লগ বানিয়ে আয় করা সম্ভব। Adsense বাংলা সাপোর্ট করে না।

৪। ডোমেইন কিনলেই হবে না লিখতে হবে, এসইও করতে হবে, ডিজাইন করতে হবে।

৫। HTML, CSS, Photoshop, Seo এইতো……

৬। এই লেখাটা পড়ুন। অনেক কিছু জানতে পারবেন।

Level New

স্বপ্নবাজ+ jewel ধন্যবাদ আপনাকে কষ্ট করে কমেন্ট করার জন্য