আমরা শুরু করেছি বোখারি শরীফ ডিজিটালাইজেশন এর কাজ। সম্পূর্ণ বোখারি শরীফ বাংলায় টাইপ করা হচ্ছে। টাইপের এর কাজ শেষ হলে হাদিস সার্চ , মোবাইল পড়া ও সফটওয়্যার সহ আরও বহু কাজে এটি ব্যবহার করা হবে বিনামূল্যে। অর্থাৎ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে হাদিসের বাণী !
কাজটির গুরুত্ব একবার উপলব্ধি করুন ! মাত্র ১০টি করে হাদিস লিখে আপনিও এই কাজে অংশ নিন। "সবাই ১০টি করে হাদিস" এই কথার উপর সবাই মিলে কাজ করব, অবশ্য আপনি চাইলে বেশি কাজও করতে পারবেন, সেই সুযোগও খোলা থাকছে। সবাই যেন আমরা এই কাজে অংশ নিতে পারি সেজন্য ১০টি করে দেয়া হচ্ছে প্রথমে। নিচে আমাদের গ্রুপের লিঙ্ক পাবেন, গ্রুপে জয়েন করে ৪টি টীমের যেকোনো ১টি তে জয়েন করে কাজ চেয়ে নিন।
আমাদের গ্রুপঃ
http://www.facebook.com/groups/Hadis.Project/
আমি বোকা মানুষ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আছি আপনাদের পাশে। কি করতে হবে শুধু বলবেন, আমি আমার সম্পূর্ণ দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ্।