অনেক দিন থেকে টেকটিউন্সে টিউন করি না...
আসলে টিউন লিখতে একটু ঝামেলা হয় কিনা..
তাই লেখা হয় না!
সমস্যা টা ব্যাখ্যা করছি
আমি ADD New দিয়ে নতুন পৃষ্ঠাতে এলাম... সব কিছু লিখলাম...
বিভাগ ঠিক করলাম... কিন্তু ট্যাগ লেখার জায়গা কই?
এই টিউনে দেখলাম প্রকাশ এর উপরে ট্যাগ লেখার জায়গা থাকে...
কিন্তু আমার এখানে নেই!
বিশ্বাস না হলে ছবি দেখুন।
এখন এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার উপায় কী?
আমি এখন টিউন আইডিয়াতে ট্যাগ লিখে সেভ করে পরে সম্পাদনা করে টিউনটা লিখছি... বুঝতেই পারছেন কত ঝামেলা!
আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...
আপনি ডান দিকে উপরে Screen Option ক্লিক করে Sliding Panel থেকে Tune Tags টি Mark করে দিলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি হয়ত Tune Tag চেকবক্স টি আনমার্ক করে রেখেছিলেন।