লিনাক্ম এ জারা প্রোগ্রামিং C করেন তাদের কাছে আমার কিছু হেল্প লাগবে আশা করি আমাকে হেল্প করবেন
১। কোডব্লক দিয়ে কোনকিছু কম্পাইল করতে পারছি না। এই এরর দেখায় sh: /home/raihan/Documents/Untitled1: Permission denied
কিভাবে এই সমষ্যা থেকে মুক্তি পাবো । জানা থাকলে প্লিজ উত্তর দিবেন ।
২।কিভাবে প্রোগাম ডিবাগিং করবো ?কোডব্লক দিয়ে অথবা জেনি দিয়ে?
৩।লুপ দিয়ে পিড়ামিড করলে টারমিনালে ভাল্ভাবে আউটপুট দেখায় না অথচ একয় প্রোগাম জানালাতে কন কম্পাইলার দিয়ে করলে ভাল ভাবে আউটপুট দেয় ।
আশা করি আমার উপকার করবেন আমার প্রব্লেম গুল স্লভ করে দিয়ে ঃ)
৪।লিনাক্ম সব থেকে ভাল IDE কোনটি? MONODEVELOP, ECLIPSE এই গুলো কেমন C প্রোগ্রামিং এর জন্ন্য
ধ্নন্যবাদ আমার পোষ্টটি পরার জন্ন্য
আমি Raihan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i'm raihan
আপনি কি সঠিকভাবে এক্সটেনশন বসিয়েছেন? তবুও পারমিশন ডিনায়েড বললে হোমে ঢুকে এই কোডটা এপ্লাই করতে পারেন:
কোডব্লক দিয়েই করতে পারেন। মেমরি প্রোফাইলারের জন্য valgrind ব্যবহার করতে পারেন।
প্রোগ্রামটি এখানে দেখান। তবে মনে রাখবেন লিনাক্সে ডিফল্ট হিসেবে “\n” দেখায়না যেটা উইন্ডোজ নিজে থেকেই করে। প্রোগ্রামগুলো একটু টেকনিকালি লিখলেই কাজ করবে। আপনি পিরামিডের কোডটি পেস্ট করুন, আমি দেখছি।
কিসের আইডিই চাচ্ছেন? সি/সি++ নাকি জাভা? মনো তো সি# এর জন্য। তবে নেটবিনস, এক্লিপ্সে প্লাগইন দিয়ে সি/সি++ এর কাজ করতে পারেন। এর চেয়ে জিনি বা কোডব্লকসই বেশ ভালো। আমিও এটাই ব্যবহার করি।