ওডেস্কে আমার প্রথম কাজ,কিছু সমস্যা, swordfish ভাই এবং অন্যান্য অভিজ্ঞ ভাইদের পরামর্শ

সালাম সবাইকে,

আজকে ওডেস্কে আমি প্রথম কাজ পেলাম। জানতাম কিছু সমস্যা হবে। কিন্তু টেকটিউন্স আছে এইজন্য অনেক সাহসি। আমি এস ই ও এর ডু ফলো লিঙ্ক রিসার্চের কাজ পেয়েছি। আওয়ারলি কাজ। আমি জানি টেক টিউন্সে অনেক ভাই আছে যারা আমাকে সাহায্য করবে। আমার সমস্যাগুলো নিম্নরুপঃ

১। আমার কাজ হচ্ছে ডু ফলো ব্লগ খুজে বের করা। সেই ব্লগের পেজ রেঙ্ক থাকতে হবে ২ বা তার উপর, রেজিস্ট্রেশন ছাড়াই কমেন্ট হতে হবে, অটো এপ্রুভ হওয়া লাগবে, OBL ৫০ এর বেশি হওয়া যাবেনা। কোনটাই কন সমস্যা না। তবে এই সবগুলো ফিচার একটা সাইটে থাকাটা বড় ব্যাপার। আমি ডু ফলো মিলাতে পারলে অটো এপ্রুভ মিলাতে পারছি না আবার এই ২তা মিলাতে পারলেও দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন ছাড়া কমেন্ট করা যাচ্ছে না। আমি কিছু ব্লগ খুজে পেয়েছি যেখানে সব সুবিধা আছে কিন্তু অনেক কম। কিছু লিস্ট নেট থেকে ডাউনলোড করেছি কিন্তু সেইগুলা থেকে খুব কম পরিমান সাইট পেয়েছি জেগুলা বায়ারকে দেয়া যায়। এই অবস্থায় আমি কি করতে পারি?

২। আমি কিছু সাইট দেখলাম যেখানে কমেন্টের কিছু অংশ ডুফলো আবার কিছু অংশ নোফলো। যেমন, একটা ব্লগে  কমেন্ট করতে গেলে সেখানে নাম, ইমেইল আর ওয়েব সাইটের ঠিকানা দিলে সেইটা একটা বেকলিঙ্ক হয়, আমি কিছু সাইটে দেখলাম সেই সকল ব্যাকলিঙ্ক ডু ফলো দেখাচ্ছে কিন্তু কমেন্টে কোন সাইটের ঠিকানা দিলে সেইটা নো ফলো দেখাচ্ছে। এই সাইটের ঠিকানাগুলো বায়ারকে দেয়া কি উচিত হবে কিনা?

৩। আমাকে আজকের কাজের রিপোর্ট দেয়া লাগবে। আমি রিপোর্ট কিভাবে দিব? মেসেজের মাধ্যমে নাকি রিপোর্ট দেয়ার জন্য ওডেস্কে অন্য কোনও অপশন আছে?

আশা করি অভিজ্ঞ ভাইয়েরা আমাকে কিছু পরামর্শ দিবেন।

Level 2

আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ami jante cai............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

১। উত্তর প্রথম কাজে আমিত্ত একই সমস্যায় পড়েছিলাম। ডু ফলো লিঙ্ক খুজে বের করা এবং আপনার শর্তগুলো পূরণ করা অনেক কষ্ট কর। ৩০০ ডলারের কাজ আমাকে ছেড়ে দিতে হয়েছিল প্রায় ১ মাস খেটে।
২-আর ডুফলো নোফলো অনেক ঝামেলা করে। আর মন্তব্য করলে মডারেটর কুট করে মুছে দেয় 🙁 তাই ব্যাকলিংক এর কাজ করি না।

হুম, আপনার কথা ঠিকি আছে। কিন্তু এর কোনও সমাধান কি কারো কাছ নাই?

    @Saon A Menz: ৩। আমাকে আজকের কাজের রিপোর্ট দেয়া লাগবে। আমি রিপোর্ট কিভাবে দিব? মেসেজের মাধ্যমে নাকি রিপোর্ট দেয়ার জন্য ওডেস্কে অন্য কোনও অপশন আছে?

    অাপনি ই-মেল করতে পারেন। তার ই-মেল ঠিকানা নিয়ে নিন। অাপনার ইমেইল ঠিকানা দিয়ে দিন।

অাপনি ই-মেল করতে পারেন। তার ই-মেল ঠিকানা নিয়ে নিন। অাপনার ইমেইল ঠিকানা দিয়ে দিন।

Level 0

কত টকার কন্ট্যাক্ট করেছেন?