খোশআমদেদ খোশআমদেদ মাহেরমজান। আসসালামুয়ালাইকুম ওরহমাতুল্লাহ। কেমন আছেন সবাই আশাকরি ভাল। আর কদিন বাদে পবিত্র মাহে রমজান। শবেবরাতের পর থেকে আমাদের এলাকায় রমজানের কেমন যেন আমেজ লাগছে। এমন অবস্থায় আমি মনে করলাম আমার কিছু মাহে রমজানের গজল ও কিছু সাধারণ গজল প্রয়োজন তাই টিটির কাছে থেকে বললাম । কারে কাছে যদি বাজনা ছাড়া গজলের ঠিকানা জানা থাকে তাহলে দেন প্লিজ। কারণ বাজনা ইসলামের জন্য হারাম। সব শেষ টিটি সকল টিউনার এবং পাঠকদের রমজানের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। কমেন্টে প্লিজ জানাবেন।
আমি আছি ...................
Skype: arafat.hossain54
আমি মো: আরাফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.banglakitab.com/hamdnaat.htm
আমার মনে হয় এগুলো আপনার কাজে আসবে।