ভাইয়ারা আমি একজন নতুন ব্লগার ৷ এখনো adsense পাইনি ৷ আপাতত bidvertiser এর এড ব্যবহার করছি ৷ কিন্তু আমার রিলেটিভ এবং টেকটিউন্স থেকে জানতে পারলাম কেউ বলছে এডব্রাইট সেরা ৷ কেউবা আবার বলছে bidvertiser ৷ কী বেছে নেব ? একটু জানাবেন প্লিজ ৷ answer যদি এডব্রাইট হয় ৷ তাহলে আরেকটু হেল্প করুন ৷ এডব্রাইট এর নিবন্ধন ফর্মে সর্বশেষ একটা অপশন আছে Make cheks payable to নামে এটা কিভাবে পূরণ করবো ? আশা নয় বিশ্বাস করি আপনাদের হেল্প পাবোই । সেই বশ্বাস রেখেই আজকের জন্য বিদায় নিচ্ছি । ভালো থাকবেন সবাই। খোদা হাফেয। আমার ব্লগ টা দেখতে পারেন । দেখে কিছু টিপস্ দিলে খুশি হবো ৷
আমার ব্লগ : http://techitweets.blogspot.com
ফেসবুকে আমি : http://facebook.com/cycler.boy
আমি সাইফুল ইসলাম মজুমদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।