টেকি ভাইয়েরা হেল্পান প্লিজ …আমার একটা প্রিন্টার নিয়ে খুব সমস্যায় আছি canon pixma ip3680

টেকি ভাইয়েরা হেল্পান প্লিজ ...আমার একটা প্রিন্টার নিয়ে খুব সমস্যায় আছি canon pixma ip3680 এটা কিনছি খুব বেশীদিন হয় নাই। কালার প্রিন্ট দিলে প্রিন্ট দেই এক রকম আসে আর এক রকম লাল দিলে নীল হয়ে যায় সবুজ দিলে হলুদ হয়ে যায় গ্রে দিলে পিংক হয়ে যায় কয়েকবার সার্ভিস সেন্টার এ নিয়েছি ওদের কাছে ঠিক থাকে বাট আমার কাছে আসলেই কালার পরিবর্তন হয়ে যায় ...পিসি পরিবর্তন করে দেখছি, ক্যাবল পরিবর্তন করে দেখছি , কালি পরিবর্তন করে দেখছি, হেড এর দিচে ময়লা পরিষ্কার করে দেখছি একই অবস্থা। প্লিজ হেল্প এই প্রিন্টার নিয়ে খুব যন্ত্রনায় আছি । এই একই সমস্যার জন্য আমার আগের প্রিন্টারটা চেঞ্জ করছিলাম epson t13

Level 0

আমি অচেনা অতিথি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস