আমি পিটিসি এর মাধ্যমে টাকা আয় করি ।
কিন্তু আমি এটার উপর ভরসা পাচ্ছিনা ।
আমি এখন ফ্রিল্যান্সিং এ টাকা আয় করতে চায় ।
এখন আমাকে এমন একটি ওয়েব অ্যাড্রেস চাই যেখানে আমি ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে পারব ।
আর কীভাবে PAYPAL এ একাঊণ্ট খুলতে হয় তা জানালে খুবই উপকৃত হব ।
আর সবচেয়ে ভাল হয় আপনি যদি আমাকে আপনার ফোন নম্বরটি দেন ।
আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.noyon786.blogspot.com
w3schools
webcoachbd(bangla)
Lynda
Lynda এর টিউটোরিয়ালগুলো অবশ্য ফ্রী না। Lynda তে গিয়ে যেই বিষয় শিখতে চান, ঐটা সিলেক্ট করে ঐটার টাইটেল কপি করে টরেন্টে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন টিউটোরিয়ালগুলো ফ্রী।