আমার এন্ড্রয়েড ফোন (Samsung Galaxy Y) এর জন্য বাংলা ক্যালেন্ডার এ্যাপস প্রয়োজন যা আমি ফ্রীতে পাচ্ছি না। প্লিজ সাহায্য করুন এই বিষয়ে। আমার ফোনটি রুট করা।
বাংলা ক্যালেন্ডার (যে কোনটা হলেই চলবে কিন্তু আমি একটি দেখেছি তা হচ্ছে 'Bengali Panjika Calendar 2012')। আর এই এ্যাপসটি অফলাইনের হলে ভালো হবে বেশি। অথবা এমন কোন সিস্টেম যেন রাতে আমি বাসায় ওয়াইফাইতে আপডেট দেবো আর অন্য সময় নেট ছাড়াই বাইরে ব্যবহার করতে পারবো বাংলা তারিখ জানার জন্য যেকোন ক্যালেন্ডার।
প্লিজ একটু ট্রাই করে আমাকে সাহায্য করুন।
আমি মোঃ রেজোয়ান সাকী এলিন। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
I'm a student of Computing Information System (CIS) and love IT.