আমি টেকটিউনস এর একজন নিয়মিত visitor. প্রায় ৩ মাস যাবৎ আমি এতে নিয়মিত আসছি। ফেসবুকে যাওয়া মিস হলেও টেকটিউনস এ আসা মিস হয় না।
এখানে অনেক IT Expert ভাইয়া ও আপুরা আছেন। সবার কাছে আজ একটা সমস্যা নিয়ে হাজির হয়েছি।
আমি জানি আমার এই সমস্যার কথা শুনলৈ অনেকেই হাসবেন................... তবূও সমস্যাটা যেহেতু আমার তাই বলছি.............
বেশকিছুদিন আগে আমি আমার ডিজিটাল ক্যামেরা দিয়ে আমার পারিবারিক একটি অনুষ্ঠানের ভিডিও করি................ এখন আমি চাচ্ছি সেই ভিডিও থেকে কিছু Still Image Capture করার জন্য।
কিন্তু কিভাবে??????
বুঝতে পারছি না................
এমন কোন সফ্টওয়্যার থাকলে দয়া করে আমাকে একটু লিঙ্ক/নামটা দিন..............
Google মামার সাহায্য নিয়ে কিছু ট্রায়াল ভার্সনের সফ্টওয়্যার পেলাম.......... তাও আবার তাদের watermark দেওয়া...............
So please Help me.............
আমি Ghost Hunter। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রায় প্রতিটা ভিডিও প্লেয়ারে ইমেজ ক্যাপচারের অপশন থাকে। যেমন Kmplayer এ ভিডিও চলার সময় ctrl+a চাপলে ভিডিওর চলতি ফ্রেমটা ইমেজ আকারে সেভ হয়।