কিছু দিন পরপরই বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গায় FREELANCING বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সব EXCLUSIVE সেমিনার এ কি কি আলোচনা বা টিপস দেওয়া হচ্ছে টা খুব কম আগ্রহী লোকজনই জানতে পাড়ছে। আমি একজন ভার্সিটির STUDENT, আমিও FREELANCING এর বাস্তবটা সম্পর্কে জানতে চাই, হইতো আমিও odesk.com,freelancer.com এ ভবিষ্যৎ CAREER গড়বো। কিন্তু SEMINAR গুলো এখনো সব জায়গায় সহজলভ্য নয়।
তাই সকল FREELANCER,BLOGGER ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ এই সকল SEMINAR এর বিস্তারিত যদি কোন ব্লগ বা সাইট এর মাধ্যমে সকল আগ্রহীদের কে জানানো যায় তবে খুব ভালো হতো।
আর হইতো অনেক উপায় আছে যা আমি জানি না। এইভাবে আমরা সবাই freelancing career এর দিকে এগিয়ে যেতে পারি।
-কামরুল আহসান ( বনি )
facebook.com/kamrulbony
আমি বনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I AM A STUDENT.
হুম । আপনার মত আমিও ভারসিটির ছাত্র। গুগল থেকে কিছু শেখার চেস্টা করি, আপ্নিও করুন। ছাত্র বলে কোনো সেমিনার অথবা ট্রেনিং এ যেতে পারি না। 🙁 সবারই একই সমস্যা।
আশা করি অভিগ্যরা সাহায্য করবে।