আমার লাপির ব্যাটারী প্রায় যায় যায়। মাত্র 2 বছরের মতো হল বয়স। ব্যাকাপ দিচ্ছে 40 মিনিটের মতো। ব্যাকাপ টাইম লাফিয়ে লাফিয়ে কমছে। 4/5 দিনের মধ্যে শুণ্যতে নেমে আসবে মনে হচ্ছে। টিউনারদের কাছে জানতে চাই-
1. ব্যাটারীটির আইয়ু আরো কিছুদিন বাড়ানোর কোন উপায় আছে নাকি?
2. নতুন ব্যাটারী কিনতে গেলে কি কি বিষয়ে নজর দিতে হবে?
3. নতুন ব্যাটারী কোথায় থেকে কেনা ভাল হবে?
4. দাম কেমন হতে পারে?
5. ওয়ারেন্টি পাব কিনা?
সব শেষে আমার একটি পেজে দাওয়াত দিয়ে শেষ করছি।
আমি সজল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিনমাসের ওয়ারেন্ট সহ ৪০০০ হাজারে পাবেন। অরজিনাল কিনতে গেলে আরো টাকা গুণতে হবে।