১২ ভোল্ট এর ব্যাটারি দিয়ে টিউব লাইট জ্বালানোর প্রক্রিয়া

টেকটিউনস এ আমার প্রথম টিউনদয়া করে সাহায্য করুন

আজ ইন্টারনেট এ দেখলাম ১২ ভোল্ট এর ব্যাটারি দিয়ে টিউব লাইট জ্বালানোর প্রক্রিয়া ।

কিন্তু সেটা আমাদের ভাষায় না হওয়ায় আমি ঠিক বুঝতে পারিনি । আর তাছারা ওই পার্টস গুলো

আমাদের দেশে কি নামে পাওয়া যাবে তাও তো জানি না । তাই আপনাদের কাছে সাহায্য চেয়ে এই

টিউন করা ।

আশাকরি আপনাদের সাহায্য পাব ।

আমার কিছু প্রশ্ন  ঃ

১/ ব্লাস্তার কি ?

২/ ১২ ভোল্ট ৪০ ওয়াট এর Blaster কি নবাবপুর ইলেকট্রিক মার্কেট এ পাব?

৩/ এর দাম কত হতে পারে?

আমি একজন (BDS) ডেন্টাল সার্জন যদি কোনদিন কারো উপকারে আস্তে পারি বলবেন ইনশাল্লাহ সাদ্ধ মত চেষ্টা করব সাহায্য করার

Dr.Mostafizur Rahman

BDS (DDCH)

Mobile No: 01911212177

Level 0

আমি Rinku01911212177। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I'm a Dentist, I love to know new things....!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এরকম একটা টিউন মনে হয় টেকটিউনে হয়েছে । আপনি টেকটিউনের ইলেক্ট্রনিক্স বিভাগে একটু খুঁজে দেখুন ।

আপনি ডেন্টাল সার্জন তো ডেন্টাল নিয়ে টিউন করেন?

@ আব্দুর রব, ভাই ডেন্টাল নিয়ে কি টিউন করব…? বলেন আপনি ডেন্টাল এর কোন টপিকস টা জানতে চান । আমি অবশ্যই টিউন করবো । আসলে আমার টাইপিং স্পীড খুব ই স্লো তাই টিউন করার সাহস পাই না । তারপর ও আমি অবশ্যই চেষ্টা করবো । ধন্যবাদ উৎসাহিত করার জন্য ।

@ জ্ঞান-অন্বেষী, ভাই ইলেক্ট্রনিক্স বিভাগে না পেয়েই আমি সাহায্য চেয়েছিলাম। হয়তো আছে, আমার চোখে ধরা পরেনি ।

অবশেষে নিজেই বেরিয়ে পরলাম ১২ ভোল্ট এর ব্লাস্টার এর খোঁজে। নবাবপুর এর দীপা মার্কেট এ পেয়ে গেলাম । দাম
১০০ ৳ / ১৫০ ৳ / ২ পোর্ট এর টা ১৮০ ৳ । আমি ১৮০ টাঁকার টা কিনলাম। ১২ ভোল্ট ২০ ওয়াট । ৪০ ওয়াট এর টা পেলাম না ! তাও দুঃখ নেই , অন্তত ২০ ওয়াট এর একটা টিউব লাইট তো জ্বালাতে তো পারব । আর ১৪ ওয়াট এর একটা এনার্জি বাল্ব জালাই ।

আসলে একজন ডেন্টিস্ট হয়ে ও লাইট জ্বালানোর চেষ্টার পেছনে কারন হল । বিদ্যুৎ চলে গেলে রুগি দেখতে বেশ সমস্যা হয় । সাধারণত লাইট বাদে ডেন্টাল ইউনিটের সকল কিছু চলে বাতাসে ( এয়ার কম্প্রেসারের সাহায্যে ) । আর একটি এয়ার কম্প্রেসার একবার লোড হলে ২ / ৩ টা সাধারন রোগী সহজেই দেখা যায় , যদি পর্যাপ্ত আলোর বাবস্থা থাকে । আর তাই এই পর্যাপ্ত আলোর বাবস্থা করা । ও আমি আমার ইউপিএসের ব্যাটারি দিয়ে আরও একটি লাইট জ্বালাই , আর সেটি হল ডেন্টাল চেয়ারের মেইন লাইট , যা সৌভাগ্য ক্রমে ১২ ভোল্ট ৫০ ওয়াট । অর্থাৎ সরাসরি ব্যাটারিতে কানেকশন দিলেই জ্বলে।