সালাম
আমি একটা এমাজন এফিলিয়েট ওয়ার্ডপ্রেস ব্লগ বানিয়েছি। সেখানে একটা কাস্টম সার্চ ফর্ম যোগ করতে চাচ্ছি হোমপেজে। আমি একটা করেছিও কিন্তু সার্চ ফর্ম টা একটু ছোট হয়ে গেছে, এটা একটু বড় করা দরকার। আমি ব্যাবহার করেছি একটা কাস্টম পেজ নাম দিয়েছি searchform.php এবং এখানে ফর্মের কোড বসিয়ে এই পেজ লিঙ্ক করে বসিয়ে দিয়েছি index.php এর একটা যায়গায়। দেখুন আমার ব্লগ টি http://quicksurvivalkits.com/ । এখানে ফিচারড পোস্ট এর নিচে একটা সার্চ বক্স পাওয়া যাবে। এখন এই বক্স টা আমি কিভাবে বড় করবো? কি কোড লিখতে হবে searchform.php তে? আমি ব্যাবহার করেছি নিম্নের কোড
<form role="search" method="get" id="searchform" action="<?php bloginfo('siteurl'); ?>">
<div>
<label for="s">Search for:</label>
<input type="search for product" value="" name="s" id="s" />
in <?php wp_dropdown_categories( 'show_option_all=All Categories' ); ?>
<input type="submit" id="searchsubmit" value="Search" />
</div>
</form>
এই সার্চ বক্স টা একটু বড় করতে হবে মানে Width বারাতে হবে। আরো একটা বিষয় কিভাবে এই সার্চ বক্সে ব্যাকগ্রাউন্ড ছবি বা কালার যোগ করবো?
ধন্যবাদ
আমি সাইলেন্ট ম্যান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি আর লিখবো? একজন টিউনার হিসেবে ধরে নেন