আমার কম্পিউটারে ২ টা account করা। একটা এডমিন account আর একটা গেস্ট account । আমি যখন এডমিন account এ KM Player চালাই তখন সেটা নিচের ছবির মত আসে।
আর যখন গেস্ট account এ KM Player চালাই তখন সেটা নিচের ছবির মত আসে।
উপরের যে KM Player টির ছবি দেয়া আছে ওই একি KM Player কি দুটু account এ চালান যাবে। কিভাবে? কেউ কি দয়া করে জানাবেন? জানালে খুব উপকৃত হব।আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম।
আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...