১. অনেক দিন আগে একটা টিউন এ পড়েছিলাম কিভাবে একটা সফটওয়্যার এর সাহায্যে অন লাইন এ যেকোনো ওয়েবসাইট কে পুরো কপি করে পরে অফলাইন এ পড়া যাবে, যেমন- টেকটিউনস । কিন্তু এখন সেই টিউন বা সফটওয়্যার কোনোটাই খুজে পাচ্ছি না। কেউ একটু সাহায্য করুন।
২. যেকোনো বড় ফাইল যেমন উইন্ডোজ ৮, একে হাইলি কমপ্রেস করে কিভাবে ১২ - ১৩ এম.বি. র মধ্যে আনব। এই দুটি ব্যাপারে সাহায্য করলে উপকৃত হব।
আমি jiko। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিপুল এই প্রযুক্তির কতোটুকুই জানি? যতটুকুই বা জানি তা সবার সাথে শেয়ার করতে চাই।
১ নং প্রশ্নের উত্তর – টেকটিউনসে একটি সার্চ ফিল্ড রয়েছে, দয়াকরে সেটা ব্যবহার করুন ।
২নং প্রশ্নের উত্তর – আমার জানামতে UHARC সবচেয়ে শক্তিশালী Compression Method . উইন্ডোজ ৮ কে UHARC Compression এর মাধ্যমেও ১০০ মেগাবাইটে নামিয়ে আনা সম্ভব না, সেখানে ১২ – ১৩ মেগাবাইট তো দূরের কথা !!! 🙄 আমার মনে হয় এটা সম্ভব নয় ।