আসসালামু আলাইকুম,সবাই কেমন আছেন? আশা করি সকলের প্রিয় কম্পিউটারটি কে নিয়ে ভালো আছেন।আমি ভালো নেই.ভালো থাকার জন্য আপনাদের সাহায্য চাই। এবার আসি কাজের কথায় আমি "doridro.com”এর মাধ্যমে মিডিয়াফায়ার থেকে "wrath of the titans” নামক মুভিটি ডাউনলোড করি কিস' এস্কট্রাক্ট করতে পারিনা। ১ম পার্ট এস্কট্রাক্ট হয়েছে আর বাকি ৩ পার্ট হচ্ছেনা সমস্যা দেখাচ্ছে। ২য় পার্ট এস্কট্রাক্ট করতে গেলে ৩য় পার্ট এস্কট্রাক্ট করতে বলে আবার ৩য় পার্ট করতে গেলে ২য় পার্ট এস্কট্রাক্ট করতে বলে আবার ৪র্থ পার্ট করতে গেলে ৩য় পার্ট এস্কট্রাক্ট করতে বলে। তাই এই সমস্যার জন্য অভিজ্ঞভাইদের সাহায্য চাই। দুর্বলতার জন্য স্কীনসর্ট দিতে পারলাম না।
আমি ALI AKBAR। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনে সাফল্যের জন্য সবচেয়ে জরুরী বিষয় কোনোটি ?অনেকে মনে করেন সাফল্যের মূল রহস্য ভাগ্য, কেউ মনে করেন সাফল্যের পিছনে রয়েছে কঠোর পরিশ্রম , কেউ বা মনে করেন কাজের প্রতি ভালোবাসা বা মানসিক শক্তি কেউ মনে করেন জ্ঞান বা বিদ্যা ই হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি