প্রবীণ ফ্রীলান্সারদের ভাইদের প্রতি আমার অনুরধ

আসসালামুয়ালাইকুম, ভাই একদম  নতুন । এটা আমার টেকটিউনে প্রথম টিউন, ভুল হলে ক্ষমা করে দিবেন ।

আমার ছোট জ্ঞানে ১০০% মনে হই জারা অদেস্ক এ  কাজ সিখানর নাম করে নিজেদের গ্রপে অ্যাড কাজের বিনিময় ১০-৪০% টাকা কেটে নেই তারা মানুসের রক্ত চোষে খাই। কাওকে হেল্প করার মানে যদি হয়  তাঁর ইনকামের ১০% -৪০% কেটে নিবেন , তাহলে এই পৃথিবীতে হেল্প বলে কিছু নাই। আপনি হেল্প সব্দতার অবমাননা করসেন। আপনি যদি কাওকে হেলপ করে তাঁর কাস থেকে টাকা নেন তাহলে আপনি তাঁর কাস থেকে বিনিমই নিলেন মানে আপনি টাকার বিনিমই কাজ শিখিয়ে দিলেন। মানে আপনি একটা  কোচিং সেন্টারের  এর কাজ করলেন। হা আমি সিকার করি যে আপনি আপনার নিজের একটা কাজ একজন কে দিলেন , যে সে কাজ পাচ্ছেনা , এটা নিঃসন্দেহে ভাল। এর বিনিমই আপনি তাকে যা ইচ্ছা দিতে পারেন সেটা আপনার ব্যাপার এখানে আমার কোন দিমত নাই, তবে কাজ সুরু করার আগে তাঁর সাতে এই বাপারে আলোচনা করা ভাল যে , দেখ ভাই এটা আমার কাজ তুমি কাজ পাচ্ছনা তাই তোমাকে আমার একটা কাজ দিলাম এই কাজের রেট এত আমি তোমাকে এত দিব তুমি কি এটা করবে ? আমার জানা মতে এটাই এক মাত্র ভাল পন্থা যে কেউ আমর সাতে একমত হবে। তবে আমার দিমত হল , আপনি তাকে হেল্প করার করার বিনিমই যে ১০%-৪০% তাঁর কষ্টের টাকা নিসসেন সেটা সম্পূর্ণ হারাম হারাম হারাম বা রক্ত চোষে খাওয়া। আপনারা যত যুক্তি দেখান সব খুরা যুক্তি। আমি অদেস্ক এ কাজ করতে চাই সমস্যা নাই আমি বিনিময় দিব। আমি গ্রাফিক্স, ফটোশপে , লোগো ডিজাইন & হাল্কা ওয়েব পেজ এর কাজ জানি। আপনারা আমাকে যদি আপনাদের গ্রুপে নেন তবে  আমার উপকার হই। আমি জানি আমি আপনাদের  বিরুধে  লেখাই আমাকে আপনারা গ্রুপে নিবেন না।

আমাকে আপনারা গ্রুপে নানেন প্লিজ আর কার কাস থেকে হেল্প করার নামে  ধোঁকা  দিয়ে টাক নিয়েন না।
ইতি
রোকন

Level 0

আমি rukon2012। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি আপনার সাথে একমত। আমি যদি কোন টাকা কেটে রাখতে চাই তা আমি যে কাজটি করবে তাকে স্পষ্ট জানিয়ে দেয়া ভালো যে ভাই, আমি রেট পাবো 100/- যদি আপনি আমার কাজ টাক করে দেন তবে আমি আপনাকে 60-90 টাকা দিবো। বাস তাহলে হয়ে গলো। কিংবা আমি এই কাজ করার জন্য আপনাকে 60-90 টাকা দিবো আপনি করবেন কি না?