আস্সালামুয়ালাই-কুম । আমার ল্যাপটপ এর হার্ডডিস্ক নষ্ট হইছে এখন আমি একখানা হার্ডডিস্ক কিনবার চাই । তয় আমার একখানা প্রশ্ন আমগর দেশে কি হার্ডডিস্ক ঠিক করা যায় ? যদি যায় তবে কোথায় মানে কুন্ডাই ঠিক করা যায় দয়া কইরা জানান । আর যদি ঠিক করা না যায় তবে ১৬০ জিবি হার্ডডিস্ক এর দাম কত হবে দয়া করে জানান । আর কোথায় পাওয়া যাবে তাও জানাইতে ভুইলেন না । আমার আগের হার্ডডিস্ক ১৬০ জিবি ছিল ।
ধইন্যবাদ।
আমি ronybuhyain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hard Disk ঠিক না করাই ভাল । আর Hard Disk ঠিক হলে Read/Write এ বিভিন্ন ধরনের সমস্যা করে । আপনি নতুন হার্ডডিক্স কিনে নেন – সেটাই ভাল হবে । আর হার্ডডিক্সের দাম জানতে নিচে দেখতে পারেনঃ
Samsung 320GB SATA Notebook HDD
Hitachi 500GB SATA Notebook HDD
Western Digital 500GB SATA Notebook HDD