শ্রদ্ধেয় ব্লগার ভাইয়ারা আসসালামুয়ালাইকুম । কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন । ভাইয়ারা এটা টেকটিউন্স এ আমার প্রথম পোষ্ট । সাহায্য চাওয়া দিয়েই আমার যাত্রা শুরু করলাম। ভাইয়ারা টি টি এর অবদানে আমি ব্লগস্পটে একটা ব্লগ খুলেছি। যতটুকু পেরেছি ডিজাইন করেছি। এখন আমি ২টা সমস্যায় পড়েছি ।
১। আমার ব্লগের হোমে পুরা পোষ্ট দেখায়। এর জন্ন কিভাবে আমি Read more GADGET যুক্ত করবো আমি জানিনা। দয়া করে জানাবেন অথবা এটার বিষয়ে পোষ্ট থাকলে লিঙক টা দিবেন PLEASE । আমি ব্লগস্পট নিয়ে অনেক পোষ্ট পড়েছি কিন্তু সমাধান পাইনি সাব্বির ভাইএর ধারাবাহিক টিউনও পড়েছি সমধান পাইনি।
২। ব্লগ স্পট এর উপরে যে কমন লাইনটা (যেখানে Share, Report Abuse, Next blog >> লেখা থাকে )এটা সরাতে চাই । কিভাবে সরাবো জানাবেন প্লিজ । আমাকে fb তেও মেসেজ করতে পারেন ।
আশা নয় বিশ্বাস করি আপনাদের হেল্প পাবোই । সেই বশ্বাস রেখেই আজকের জন্য বিদায় নিচ্ছি । ভালো থাকবেন সবাই। খোদা হাফেয। আমার ব্লগ টা দেখতে পারেন ।
fb link : http://www.facebook.com/cycler.boy
Blog link: http://techitweets.blogspot.com
আমি সাইফুল ইসলাম মজুমদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১। পোস্ট লেখার সময় “Page break” নামে একটা জিনিস থাকে। যতটুকু লেখার পর Read more আসবে ততটুকুর পরে ওই পেজ ব্রেক দিন। এবার পোস্টে Read more যুক্ত হবে।
২। এটা সরানো যায়। টেমপ্লেট খুলে navbar সার্চ দিয়ে ভ্যালু ০ করে দিন। তবে এই জিনিসটা না সরানোই ভাল।