নতুন মোবাইল সেট কিনতে চাই। বাজেট ১৭০০০। কিন্তু কোনটা কিনুম বুঝতে পারছি না। ইচ্ছে
আছে সনি এরিকসন লাইভ ইউথ ওয়াকম্যান কেনার। কিন্তু সনি এরিকসন মিনি প্রো টাও দেখতে খারাপ না।
দুইটার ভালো এবং খারাপ দিক আপনাদের জানা থাকলে প্লিজ বলুন।
নাকি আরো কিছু টাকা যোগ করে এক্সপেরিয়া রে কিনে ফেলুম???? এন্ড্রয়েডের নাকি চার্জ কম থাকে???
এত কম চার্জ থাকলে চলুম কেমনে???
লাইভ ইউথ ওয়াকম্যান ও মিনি প্রো এর মধ্যে আপনারা কোনটাকে সাপোর্ট করছেন?? নাকি অন্য ব্র্যান্ডের
কিনবো???
আমি রেডিও বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nai
SONY ERICSSON এ চার্জ কম থাকে তাছাড়া নেট ব্যবহার করলে অনেক তাড়াতাড়ি গরম হয়ে যাই ।
আর বেশীর ভাগ SONY ERICSSON এর EDGE 10 থাকে ।
ইন্টারনেট ভাল স্পিড পেতে হলে EDGE 32 হলে ভাল হয় ।
আপনি এই মোবাইল টি দেখুন http://www.mobilemaya.com/mobile_price.php?id=114 আশা করি সব কিছু পাবেন ।