প্রথম টিউনেই সাহায্য চাইলাম! (ইমেইল মার্কেটিং)

বিস্তারিত না বলে সরাসরি বলছি। আমার কাছে প্রায় ১ লক্ষের কাছাকাছি ইমেইল এড্রেস আছে। ইমেইল মার্কেটিং না। আমি সম্পূর্ণ ভিন্ন একটা কারণে এইগুলো কালেক্ট করেছিলাম। ইমেইল এড্রেস দিয়ে নাকি মার্কেটিং করে ভালো আয় করা যায়। এখানে অনেক অভিজ্ঞরা আছেন। কেও কি আমাকে এই ব্যাপারে বিস্তারিত বলতে পারবেন প্লিজ? অথবা কোন সাজেশান?

Level 2

আমি marwan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার কাছে যে আইডি গুলো আছে এগুলো কত হলে আমার কাছে বিক্রি করবেন জানাবেন??? চাইলে ফোন করতে পারেন 01934-114755

bro kindly aktu ato email ki kore pelen? jodi share korten tahole upokar hoto …:)

bolben **

Level 0

@sleepyocean: ইমেইল অ্যাড্রেস কালেকশন করার জন্য বিভিন্ন সফটওয়্যারই রয়েছে। যেমন অ্যাটমিক ইমেইল হান্টার এর মাধ্যমে আপনি স্বয়ংক্রিয়ভাবে হাজার হাজার ইমেইল অ্যাড্রেস কালেক্ট করতে পারেন। কিন্তু এসব ইমেইলের অনেকগুলোই ফেক হতে পারে। ইমেইল অ্যাড্রেস সাধারণত হাইড করা থাকে, কিন্তু কেউ যদি কোন ওয়েবসাইটে তার ইমেল অ্যাড্রেস সরাসরি প্রকাশ করে, তাহলে তা ওয়েবসাটের সোর্স কোডে জমা থাকে। বিভিন্ন স্ক্রিপ্ট ব্যবহার করে এসব ওয়েবসাইট স্ক্যান করে ইমেইল অ্যাড্রেসগুলি কালেক্ট করা হয়ে থাকে।

@marwan: ই মেইল মার্কেটিং একটা ওয়াইড কনসেপ্ট। এর মাধ্যমে বিভিন্নভাবে মার্কেট করা যায়। ইমেইল মার্কেটিং সম্পর্কে অনেকেরই ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করে, ইমেইল অ্যাড্রেস সংগ্রহ করে স্প্যাম করতে থাকলেই লাভ হবে। কিন্তু এতে লাভ হয় কিঞ্চিত মাত্র। কারণ স্প্যাম দারা এখন কেউ আর সেভাবে প্রতারিত হয় না। তবে স্প্যাম না করে বৈধ কোন অফারও দেয়া যেতে পারে। কিংবা আপনার কোন রেফারেল লিংক দিয়ে রেজিস্ট্রেশন করতে বললেন। ধরুন, এক লক্ষ্য লোকের মধ্যে ৫০০ লোক আপনার রেফারেল দিয়ে রেজিস্ট্রেশন কিনল, বা আপনার অ্যাফিলিয়েটেড কোন প্রোডাক্ট ক্রয় করল, বা সরাসরি আপনার কোন প্রোডাক্ট ক্রয় করল, তাহলে সেখান থেকে আপনি লাভবান হবেন। এক্ষেত্রে উপযুক্ত ইমেইল টেমপ্লেট ব্যবহার করতে হবে। বিভিন্ন অটো ইমেইলারও রয়েছে ইমেইল করার জন্য। তবে ভাল হবে অ্যাড্রেস বুকে ইমেইল আইডি সেভ করে তার পর বাক (bulk) ইমেইল করা। এতে ইমেইল স্প্যাম হিসেবে চিহ্নিত হওয়ার সম্ভাবনা কম থাকে।
আরো অনেক ব্ল্যাক হ্যাট পদ্ধতি আছে যা এখানে শেয়ার করা ঠিক হবে না।

এখন বলি আসল ইমেইল মার্কেটিং এর কথা (আমার মতে) । অনেক ব্লগে দেখতে পাবেন, ইমেইল সাবস্ক্রিপশন করার অপশন থাকে। ব্লগটি ভাল লেগে থাকলে অনেকেই সাবস্ক্রিপশন করে থাকে। এতে সাবস্ক্রাইবার নিয়মিত ব্লগের আপডেট পাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনে অ্যাফিলিয়েটেড অফার পাবে। এতে সেই ব্লগের রিটার্নিং ভিজিটরের হার ভাল থাকবে এবং সেই ব্লগের সেলসও বৃদ্ধি পাবে। অনেক সাকসেসফুল ব্লগে ১০০০০ এরও বেশি সাবস্ক্রাইবার থাকতে পারে। এই ১০০০০ এর মধ্যে যদি ৫০ জনও কোন অ্যাফিলিয়েটের প্রোডাক্র ক্রয় করে তাহলে সেই ব্লগের মালিক ভাল কমিশন পাবে। ইমেইল সাবস্ক্রাইবিং সিস্টেমে আনসাবস্ক্রাইব করার অপশন থাকে বিধায় এর প্রতি মানুষের ভরসা বজায় থাকে। কারণ বর্তমান সময়ে ইমেইল প্রাইভেসি কে অনেক গুরুত্ব দেওয়া হয়। এখন, আপনার কাছে ইমেইল লিস্ট থেকে থাকলে আপনি তা ম্যানুয়ালি সাবস্ক্রাইব অপশনে যুক্ত করে আপনার ব্লগ বা অফারের আপডেট দিতে পারেন। ইমেইল সাবস্ক্রিপশনের জন্য বহুল প্রচলিত সফটওয়্যার হল অবার (awber) এছাড়াও রয়েছে আই কনট্যাক্ট, মেইল চিম্প ইত্যাদি।

আমার ইমেইল মার্কেটিং এর কোন প্র্যাক্টিকেল অভিজ্ঞতা নেই, ওয়েব ব্রাউজিং এর অভিজ্ঞতা থেকেই কথা গুলো বলা।