আসালামু আলাইকুম।
প্রথমেই আপনাকে ধন্যবাদ জা্নাই আমকে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করার জন্য।
এখন আশি আমার সমস্যার কথায় আমার সমস্যা হল আমি ওয়ার্ডপ্রেস এ একটি নতুন ব্লগ তৈরী করেছি ব্লগের সব কিছুই ঠিক ঠাক হয়েছে কিন্তু একটা ব্যাপার এ সমস্যা রয়ে গেছে তাহল আমার সাইটে রেজীস্ট্রেশন করানার জন্য কিভাবে আমি আমার সাইটের হেড এ লিংক বা মিনু দিব যেমনাটা আপনারা টেকটিউনস এ দেখতে পান।
যেমন নিচের ছবিটিতে আপনি দেখতে পাচ্ছেনে যে আমি টেকটিউনার এই অপশনটিতে ক্লিক করার পর আপনি ওয়ার্ডপ্রেস এর লগইন অপশনটিতে চলে যাচ্ছেন।
তো এই রকম একটি অপশন আমার সাইটে আমি কিভাবে দিত পারবো সেই সম্পর্কে দয়া করে জানালে উপকৃত হবো।
আমি itrf। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা কোন প্লাগিন না। এটি টেকটিউন্সের কাস্টমাইজ করা নিজস্ব থিম। আপনাকে দেবে বলে মনে হয় না। …..দিলে ভালো হয়….আমারও লাগবে…. 🙂