ওয়েব ডিজাইন কোর্স করব অভিজ্ঞদের পরামর্শ দরকার

আমি সবুজ পাতা টেকটিউন্স পরিবারের কাছ থেকে আমার একটা পরামর্শ দরকার ।আমি ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট নিয়ে একটা কোর্স করব ভাবছি। এখন আমার কিছু সমস্যা আছে তা হলঃ

  1. আমি এই বিষয়ে মোটেও ধারণা নাই
  2. আমি ফটোশপ এর কাজ জানি না।
  3. HTML
  4. CSS
  5. Java Script
  6. AJAAX & JQuery
  7. PHP Database(MySQL)
  8. FTP
  9. Frame Work
  10. Developing a Project
  11. Outsourcing

এই সব এর ব্যাপারে মোটেও ধারণা নেই।

আর আমি যেখানে কোর্স করব ওরা আমাকে HTMl To Outsourcing পর্যন্ত কাজ শিখাবে ।

এখন আমার এই কোর্সটা করা কি উচিত হবে কিনা ।এই বিষয়ে ওয়েব ডিজাইন ও ডেভেলেপমেন্ট ভাইয়া ও অন্যান্য অভিজ্ঞদের পরামর্শ কামনা করছি।

আমাকে কমেন্ট দিয়ে অথবা ফেইসবুকে এই বিষয়ে পরামর্শ দেবার জন্য অনুরোধ রইল

ফেইসবুকঃ ক্লিক করুন ।

Level 0

আমি সবুজ পাতা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হ্যালো ফ্রেন্ডস আমি সবুজ পাতা । অজানাকে জানা এবং যা জানি তা অন্যের সাথে শেয়ার করাই আমার শখ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

যখন মোটেও ধারণা নেই তখন এখান থেকে শুরু করতে পারেন। ওয়েব জগতে শেষ বলে কিছু নাই…
http://www.webcoachbd.com

    Level 2

    আমি নিজে গত এক বৎসরে Html,Css,Javascript,AJAX,Jquery,Php,mysql,joomla শিখেছি। এখন joomla component শিখার চেষ্টা করছি। অতীত আভিজ্ঞতার আলোকে বলছি।

    বাংলাদেশের বেশিরভাগ প্রতিষ্ঠান যে ধরনের কোর্স করায়, তা কতটা ফলপ্রসূ এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তাই বলে সব প্রতিষ্ঠান খারাপ তা বলব না। তবে এই level এ কাজ শিখতে চাইলে একক কোন প্রতিষ্ঠানের উপর ভরসা করলে চলবে না। নিজেই নেট ঘেঁটে নতুন নতুন জিনিস শিখতে হবে। প্রতিষ্ঠান আর কতোটুকুই দিতে পারবে!

    আসল কথায় আসি। আমার মতে এগুলো শিখার সবচেয়ে ফলপ্রসূ সোর্স হল lynda.com এর video tutorial.এগুলো ফ্রি তে দিবে না। Subscription করতে পারেন অথবা বিভিন্ন টরেন্ট সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন।এর সাথে সাথে w3schools.com এর টিউটোরিয়াল গুলাও দেখতে পারেন। এই সাইট এর reference টা আমার দেখা সর্বতকৃষ্ট reference।

    এতক্ষন যেগুলুর কথা বল্লাম,এগুলু দেখলেই যে সব হয়ে যাবে তা কিন্তু না। Starting এর দিক থেকে এগুলু চমৎকার। এরপর প্রতিনিয়ত আরও শিখতে হবে। এই level এ শিখার শেষ নাই।