কেমন আছেন আপনারা?নিশ্চয় ভাল আছেন।আমিও ভাল আছি।
বেশ কিছু দিন হল পরীক্ষা শেষ হয়েছে।সামনে কয়েকটা দিন ফ্রি আছি।ভাবছি এই সুযোগে একটা ওয়েব সাইট তৈরী করে ফেলব,যদিও আমার বেশ কয়েকটা ওয়েব সাইট আছে তারপর-ও ভাবছি ব্যাতিক্রম ধর্মী একটা সাইট তৈরী করব।সত্যি কথা বলতে কি,নতুন কিছুর সাথে পরিচিত হতে আমার খুব ভাল লাগে।সবসময় চেষ্টা করি নিজের সাধ্যের মধ্যে থাকা জিনিসগুলোকে নিয়ে কিছু করার।যাহোক,আমার সাইটের সবেমাত্র 20 ভাগ কাজ শেষ হয়েছে।আমি সাইটি ওয়ার্ডপ্রেস(WordPress 3.3.2)দিয়ে তৈরী করেছি।কিন্তু বর্তমানে একটা সমস্যা ফেইস করছি!সমস্যাটা হল আমি বাংলাতে কোন কিছু লিখলে এরকম ?????????????????????? দেখাচ্ছে।কিভাবে আমি এই সমস্যার সমাধান পেতে পারি?ওয়ার্ডপ্রেসে অভিজ্ঞ ভায়েরা প্লিজ একটু হেল্প করেন।আর হ্যা,সাইটির কাজ শেষ হলে অবশ্য-ই আপনাদের সাথে শেয়ার করব।সবাই ভাল থাকবেন।ধন্যবাদ সবাইকে।
আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!
আপনার সি প্যানেলে লগইন করে ফাইল ম্যানেজার এ গিয়ে দেখুন “wp-config.php” নামে একটা ফাইল আছে । ফাইল টা ওপেন করে দেখুন এক জায়্গায় লেখা আছে “utf8” । ওটা এডিট করে “UTF-8” করে সেভ করুন !