আমি প্রায় গত ৬ মাস থেকে মানিবুকারের সাহায্য oDesk এর টাকা ব্যাংকে আনছি। কোন সমস্যা ছিল না, কিন্তু গতবার যখন withdraw দিতে গেলাম বলে money laundering এর কারনে আমার ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে না হলে আমি টাকা তুলতে পারব না। এখন কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় বা অন্য কোন উপায়ে টাকা আনা যাবে কিনা জানা থাকলে বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ
আমি তালপাতার সিপাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
MSc (Statistics), University of Chittagong. Full time freelancer. Like to talk and being with my friends.
মানিবুকার এ একাউন্ট করার সময় আপনার যে সকল কাগজ মানিবুকার এর অফিসে জমা দিয়ে ছিলেন।অনুরুপ আপনি সেকগুলে আপনার মেইল দ্বারা তাদের কাছে পাঠেন।পারলে ভোটার আইডি কার্ড স্কেন করে দিন।আশারখি সোমবার থেকে বৃহস্পতি বার এর মধ্যে উওর পাবেন।আর টাকা আনার সময় কারো মাস্টর কাড দিয়ে আনালে ভালো হয়।অন্যথায় ২০% টাকা কাটা জাবে ব্যাংকের মাধ্যমে।মাস্টর কাড দিয়ে ২.৫% জাবে।ধন্যবাদ ভালো থাকবেন।