আমার পিসিতে বাংলা লেখা সমস্যা। প্লিজ হেল্প মি…

আমার পিসিতে বাংলা লেখা সমস্যা। প্লিজ হেল্প মি... কিছু কিছু জায়গায় বাংলা লেখা গুলু উলটপালট হয়ে আসে।

নিচের ছবির মত।

বিশেষ করে কোন পত্র পত্রিকা, ফেসবুকের বাংলা লেখা ইত্যাদি।

কেন এমন হয় আর এর সমাধান কি কেউ কি জানেন?

প্লিজ এর সমাধানটা আমাকে বলে দিয়ে উদ্ধার করুন।

আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম।

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি কোন ব্রাউজার use করেন।

    রিফাত ভাই, আমি মজিল্লা ফায়ারফক্স ব্যাবহার করি।

আপনার কি avro ইন্সটল করা আছে
যদি mozila ইন্সটল করা থাকে তাহলে প্রথমে avro ইন্সটল করুন তারপর mozila ইন্সটল করুন।

Level 2

সমস্যাটা এক্সপি’তে ঘটে থাকতে পারে এবং ফায়ারফক্সে। আপনি এক্সপি হলে East Asian Language ইনস্টল করুন (এটি অভ্রতে আছে)। http://www.mediafire.com/download.php?0w3p38gpgbk0mj8 থেকে ফন্টসগুলো ডাউনলোড করে Windows\Fonts এ পেষ্ট করে দেখুন। কাজ হবে আশাকরি।

@কামরুল ভাই,
কামরুল ভাই, আমি windows 7 use করি। এটা কি windows 7 এ কাজ করবে?

mozila>tools>option>content>font: advanced>fonts for: bengali>proportional>serif>serif+sans serif>siyam rupali>ok
কাজ হলে+ না হলে আমাকে জানাবেন

কেন টেকটিউনসে তো বাংলা ভালই লিখেছেন !! সমস্যা কি শুধু কিছু কিছু সাইটের ক্ষেত্রে হচ্ছে নাকি ?? আপনি যে সাইটের স্ক্রীনশর্ট দিয়েছেন – মনে হয় ওদের নিজস্ব বাংলা ফন্ট থাকতে পারে । ওদের যদি কোন নিজস্ব ফন্ট থাকে তাহলে তা ডাউনলোড করে ইনষ্টল করে নিন । তা সাইটটির Address টা দেন, দেখি আমাদের কোন সমস্যা হয় কিনা । আপনি Kamrul Cox এবং Suvashkarmoker এর নির্দেশনাগুলা ফলো করুন । তাহলে ঠিক হয়ে যাওয়ার কথা ।

আমারও এই রকম প্রবলেম হয়েছিল। আমি এডবি ফ্লাশপ্লেয়ার ১১ ইনস্টল করে এই সমস্যা থেকে মুক্তি পেয়েছি।