সাহায্যঃ যদি কেউ একটু সাহয্য করতেন ……… জানি সবাই পারবেন তারপরও

আমি একটা মাল্টিমিডিয়া দোকানের কথা বলছি যেখানে অনেক ধরনের ভিডিও গান থাকে যেমন, Mp4,Avi,Divx,Asf,3gp,Dat, Mp4 আবার অনেক ফরমেটের চায়না মোবাইলে একেক সেটে একেক ধরনের এম,পি,ফোর সাপোট করে। এজন্য আমার দরকার একটা ভিডিও প্লেয়ার যেটা দিয়ে সব ফরমেটের ভিডিও চালানো যাবে।আপনাদের সবার সাহায্য চাই।আমি অনেক ভিডিও প্লেয়ার ব্যবহার করেছি কোনটার মধ্যেই সব পাইনি।

Level 0

আমি শফিকুল ইসলাম খোকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Not Allow


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

K-Lite Mega Codec Pack এই প্লেয়ার দিয়ে দেখতে পারেন । যার ডাউনলোড লিংক হলো-
http://k-lite-mega-codec-pack.brothersoft.com/k-lite-mega-codec-pack3.45

    হ্যা আমিও এটাই ব্যবহার করি। করে দেখতে পারেন।

আমি রুহুল আমিন ভাইয়ের ইমেইলে একটা ভিডিও গান সেন্ড করলাম এটা এই প্লেয়ারে চলে না ।

    শফিকুল ইসলাম ভাই আমার মনে হয় এমন প্লেয়ার নেই।
    তবে আপনি নিচের লিংকের সফটওয়ার দিয়ে একটি সুবিধাজনক ফরমেটে ভিডিওগুলো কনভার্ট করে নিতে পারেন।
    যা আমার মনে হয় একটা ভাল সমাধান হতে পারে।

    https://www.techtunes.io/download/tune-id/9766/

শফিকুল ইসলাম খোকন ভাই,
আপনার মেইল পাইনি । তবে যাইহোক, নিতান্ত নাই-ই চললে আপনি TareqMahbub ভাইয়ের সুপরামর্শ গ্রহন করতে পারেন অর্থাৎ যেকোন ভালো একটা কনভার্টার দিয়ে ভিডিওগুলো সুবিধাজনক ফরমেটে কনভার্ট করতে পারেন ।

আর হ্যাঁ, আপনি বলবেন কি, আপনার ভিডিওটি কি ফরমেটে আছে ?

    আমার ভিডিও টি Mp4 ফরমেটে আছে, কিন্তু আমিত আপনার মেইলে ভিডিওটি সেন্ড করে দিয়েছি । ব্যাক একটি মেইল ও পেয়েছি ।

    ASSALAMUALIYKUM,

    HOW ARE YOU ?
    I HAVE RECEIVED YOUR MAIL JUST NOW
    AND I WILL OPEN IT AFTER A FEW TIMES.
    THANKS FOR YOUR MAIL.

    THANKED BY:

    RUHUL AMIN
    KONABARI-GAZIPUR
    BANGLADESH
    [email protected]

    ———— ALLAH-HAFEZ ———–

শফিকুল ইসলাম খোকন ভাই,
যখন আপনি কমেন্ট করেছিলেন, তারপরেই আমি আমার মেইল চেক করেছিলাম ।
কিন্তু পাইনি !!
হয়তোবা যানজটে পরেছিলো ।
এখন পেয়েছি ।
ডাউনলোড দিলাম, কাজ শেষে পরে জানাবো । একটু অপেক্ষা করেন…..প্লীজ ।
আর Auto Response সার্ভিসটি চালু করতে আমার নিচের টিউনটি দেখুন
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/11768/

—————————— @ ধন্যবাদ @—————————

শফিকুল ইসলাম খোকন ভাই,
আপনার mp4 ভিডিওতে ত্রুটি আছে । এটা অন্য কোন ফরমেটে কনভার্ট করলেও কাজ করে না । আমি ইউলেড ভিডিও স্টুডিও দিয়ে এটাকে এডিট করারও চেষ্টা করেছিলাম কিন্তু সাপোর্ট করে না । আপনি মূল ভিডিওটিকে mp4 এ পুনরায় কনভার্ট করে চালাতে পারবেন ।
K-Lite Mega Codec Pack প্লেয়ার, ভিএলসি মিডিয়া প্লেয়ার, Winamp প্লেয়ার প্রভৃতি mp4 সাপোর্ট করে । আমার কিছু ভিডিও ফাইলকে mp4 এ কনভার্ট করে উক্ত প্লেয়ারগুলোতে চালিয়ে দেখেছি, কোন সমস্যা হয়নি ।

————————-K-Lite Mega Codec Pack প্লেয়ার ব্যবহার করুন————————–

Level 2

আমার মনে হয় আপনি চায়না MPEG সেটের-MP4 চালানোর কথা বলতেছেন যাই হোক আপনার অবগতির জন্য বলছি Computer & Mobile
এর যত ধরনে ভিডিও ফরম্যাট আছে K-Lite Mega Codec Pack এ সবই চলে। শুধু MPEG সেট ও TV Mobile
এই ২ সেটের ভিডিও চলবে না । যদি আপনার এই ২ সেটের ভিডিও চালানোর জন্য PLAYER প্রোয়জন হয় আমাকে আওয়াজ দেন।

    জি ভাই আমি খুব সমস্যাই আছি চায়না সেটের ভিডিও নিয়ে প্লিজ ভাই আমাকে একটা প্লেয়ার দেন । আমি একজন কম্পিউটার দোকানদার। ব্যাপারটা বুঝতেই পারেতেছেন ?

Level 2

প্রথমে নিচের লিংক থেকে Setup(Mars) টি ডাউনলোড করুন,Computer এ Install করুন এর পর MPEG-4 সেটের ভিডিও গান গুলো টেনে টেনে ছাড়ুন দেখেন ভিডিও চলছে। এটা দিয়ে আপনি ঐ ফরম্যাটের ভিডিও গান Convert করতে পারবেন.
http://www.4shared.com/file/74136296/3dc293c4/Setup_Mars_.html
if any Problem contact me 01712843837

Level 2

উপরের লিংক টি Passward Protect করা তাই এই লিংক থেকে ডাউনলোড করে নিন

http://www.4shared.com/file/151867378/90115e5b/Setup_Mars_.html

K-Lite Mega Codec Pack: ডাউনলোড

http://www.filehippo.com/download_klite_codec_pack/

আমার মনে হয় আপনি VLC প্লেয়ার দিয়ে একবার দেখেতে পারেন । আমি এটা ব্যবহার করি ।
ডাউনলোড এর জন্য এই লি্কে ক্লেক করুন ।
http://vlc-media-player.en.softonic.com/