একটি ব্যক্তিগত সমস্যায় কেউ কি পরামর্শ দিয়ে সাহায্য করবেন?

আমি বেশ কিছুদিন ধরে টেকটিউনস ভিজিট করছি। অনেক কিছু শিখতে পারছি। জানতে পারছি অনেক অজানা বিষয় সম্পর্কে। কিন্তু, নিজে কখনও টিউন করিনি। কারণ টিউন করার মত কোনকিছু আমার বিদ্যা-বুদ্ধিতে কখনো কুলোয় নি। তবে বেশি ভালো লেগেছে এখানকার সদস্যদেরকে। সবাই খুবই সহযোগীতাপরায়ন। একে অপরকে সবসময় সাহায্য করেন। আর সেই ভরসাতেই আজকে আমি আমার একটি ব্যক্তিগত বিষয় নিয়ে টিউন করতে বসলাম। আশা করছি আপনাদের সহযোগীতা পাব। তার আগে আমার নিজের সম্পর্কে একটু বলে নিই। আমি কল্লোল, মৌলভীবাজার নামের ছোট্ট একটি মফঃস্বল শহরে একটি ছোট্ট চাকরি করছি। লেখাপড়া করেছি কম্পিউটার টেকনোলজীতে। আমি যেমন আছি ভালই আছি। কিন্তু সমস্যা হল আমার ছোট ভাইকে নিয়ে। সমস্যাটি হল সে শারীরিক প্রতিবন্ধী। তার ডান হাতটা একেবারেই অকেজো। শুধুমাত্র বাঁ হাত দিয়ে সে কাজ করে। তার এই শারীরিক প্রতিবন্ধকতা তার মানসিক বিকাশের ওপরও প্রভাব ফেলেছে। সে মনেই করে যেহেতু সে প্রতিবন্ধী, তাই তাকে দিয়ে কোন কিছু হবে না। সে সবসময় বাসায় বসে থাকে এবং সারাক্ষন টিভি দেখতে থাকে। সে মনে করে তার জীবনটা সবসময় এভাবেই কেটে যাবে। কিন্তু, সচেতন মানুষ মাত্রই জানেন বাস্তবে তা কখনোই হবে না। আর এই বিষয়টাই আমাদের পরিবারের সবার মাথা ব্যথার কারণ হয়ে দাড়িয়েছে। আমরা কেউই আসলে বুঝে উঠতে পারছি না তাকে কিভাবে একটি অর্থকরী কাজে লাগানো যায়। তাই আমি টেকটিউন্স এর বন্ধুদের স্মরনাপন্ন হয়েছি। টেকটিউন্স এর বিজ্ঞ সদস্যরা যদি একটু সুপরামর্শ দেন তবে ভীষণ কৃতজ্ঞ থাকব।

বিঃদ্রঃ আমার ভাইটির আই কিউ আর দশজন সাধারণ মানুষের মতই। আর আমার বাসায় একটি Intel এর Duel Core Processor বিশিষ্ট ল্যাপটপ রয়েছে, সাথে সিটিসেল এর জুম আল্ট্রা মডেম। এই কম্পিউটারকে কাজে লাগিয়ে সে কোনকিছু করতে পারে কিনা একটু ভেবে জানাবেন সবাই। সবাইকে আবারও শুভেচ্ছা।

Level 0

আমি kallol_srg। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

লেখা পড়া কতদুর করেছ add kilike লাগিয়ে দিন

Level 0

or ak hat okejo
she vabe take diye kichu hobe na , kintu apne to janen j ok diye onk kisuy somvob .
ty boshe na theke ok utshahito koren , akbar na bar bar …
r bolen or thekeo j r o koto manush koto koste theke songram kore..
ok shongram korte shikhan….

Level 0

আপনার ভাই কী right handed? যদি হয়, তাহলে তাকে লেফট হ্যান্ডেড হওয়ার অভ্যাস করতে হবে। যা আছে তা দিয়ে আপনার ভাইকে বলুন কম্পিউটার সম্পর্কে কিছু শিখতে। টেকটিউন এ অনেক কিছু আছে শেখার মতো, যেটা ভালো লাগে সেটা এখানে অথবা গুগুল থেকে শিখে নিয়ে কিছু আয় করার চেষ্টা করতে পারে। অন্তত অযথা বসে থাকার চেয়ে এইটা অনেক ভালো। আর শিখার মধ্যেও অনেক আনন্দ আছে। এটা যদি আপনার ভাই ধরতে পারে তাহলে খুব সহজেই কিছু না কিছু করতে পারবে।

Level 0

@ mamun mp ঃ ধন্যবাদ পরামর্শের জন্য। add kilike লাগিয়ে দেয়ার ইচ্ছে আমারও ছিল। কিন্তু যে হারে প্রতারনার গল্প শুনি তাতে সাহস হয় না। শেষে না আবার পুরোটাই পন্ডশ্রম হয়।
@XahiDon ঃ সংগ্রাম করার পথটাই তো খুঁজছি রে ভাই……ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ আনোয়ার ভাই।

প্রাথমিক পর্যায়ে সম্ভব হলে ওকে, হালকা ধরনের ওয়ার্ডপ্রেসের থিম কাস্টোমাইজেশন শেখাতে পারেন। তাতে করে আপনাদের লোকাল মার্কেটে কিছু ছোট ধরনের কাজ পেতে পারে। এভাবে করে ওকে এগিয়ে নিয়ে যেতে পারেন। শুভ কামনা রইলো।

    Level 0

    ধন্যবাদ ভাই রুপালি গিটার। ওয়ার্ডপ্রেসের থিম কাস্টোমাইজেশন সম্পর্কে আমার কোন ধারনা নেই।খুব জটিল কিছু?

      @kallol_srg: ভাইয়া, ওয়ার্ডপ্রেস খুব সহজ একটা সিএমএস টুলস। অনেক সহজে প্রাথমিক ধারণাটুকু নেয়া যায়। হয়তো সম্পূর্ণ আয়ত্ত্ব করতে গেলে পিএইচপি জানতে হবে। কিন্তু, সাধারণভাবে একটু এইচটিএমএল, সিএসএস এবং গুগল ব্যবহার করা জানা থাকলে অনেক কাজ করা যায়। রেডিমেড অনেক থিম, প্লাগিন, রিসোর্স আছে। বাংলাতে এখন ওয়ার্ডপ্রেস সম্পর্কে প্রচুর টিউটোরিয়াল পাবেন। আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে যেকোন ধরণের সাহায্যের জন্য https://www.facebook.com/groups/Wordpress2Smashing/ এই গ্রুপে যেতে পারেন। সাহস আর ইচ্ছেটাকে টিকিয়ে রাখুন। একদিন সফলতা আসবেই। শুভ কামনা রইলো।

        Level 0

        ধন্যবাদ রুপালি গিটার ভাই। দেখি ঘাঁটাঘাঁটি করে কিছু করতে পারি কিনা।

http://www.libertyreserve.com/?ref=u4579392
vai amr libertyreserve refferral kaj korcha na…help chai