আমি বেশ কিছুদিন ধরে টেকটিউনস ভিজিট করছি। অনেক কিছু শিখতে পারছি। জানতে পারছি অনেক অজানা বিষয় সম্পর্কে। কিন্তু, নিজে কখনও টিউন করিনি। কারণ টিউন করার মত কোনকিছু আমার বিদ্যা-বুদ্ধিতে কখনো কুলোয় নি। তবে বেশি ভালো লেগেছে এখানকার সদস্যদেরকে। সবাই খুবই সহযোগীতাপরায়ন। একে অপরকে সবসময় সাহায্য করেন। আর সেই ভরসাতেই আজকে আমি আমার একটি ব্যক্তিগত বিষয় নিয়ে টিউন করতে বসলাম। আশা করছি আপনাদের সহযোগীতা পাব। তার আগে আমার নিজের সম্পর্কে একটু বলে নিই। আমি কল্লোল, মৌলভীবাজার নামের ছোট্ট একটি মফঃস্বল শহরে একটি ছোট্ট চাকরি করছি। লেখাপড়া করেছি কম্পিউটার টেকনোলজীতে। আমি যেমন আছি ভালই আছি। কিন্তু সমস্যা হল আমার ছোট ভাইকে নিয়ে। সমস্যাটি হল সে শারীরিক প্রতিবন্ধী। তার ডান হাতটা একেবারেই অকেজো। শুধুমাত্র বাঁ হাত দিয়ে সে কাজ করে। তার এই শারীরিক প্রতিবন্ধকতা তার মানসিক বিকাশের ওপরও প্রভাব ফেলেছে। সে মনেই করে যেহেতু সে প্রতিবন্ধী, তাই তাকে দিয়ে কোন কিছু হবে না। সে সবসময় বাসায় বসে থাকে এবং সারাক্ষন টিভি দেখতে থাকে। সে মনে করে তার জীবনটা সবসময় এভাবেই কেটে যাবে। কিন্তু, সচেতন মানুষ মাত্রই জানেন বাস্তবে তা কখনোই হবে না। আর এই বিষয়টাই আমাদের পরিবারের সবার মাথা ব্যথার কারণ হয়ে দাড়িয়েছে। আমরা কেউই আসলে বুঝে উঠতে পারছি না তাকে কিভাবে একটি অর্থকরী কাজে লাগানো যায়। তাই আমি টেকটিউন্স এর বন্ধুদের স্মরনাপন্ন হয়েছি। টেকটিউন্স এর বিজ্ঞ সদস্যরা যদি একটু সুপরামর্শ দেন তবে ভীষণ কৃতজ্ঞ থাকব।
বিঃদ্রঃ আমার ভাইটির আই কিউ আর দশজন সাধারণ মানুষের মতই। আর আমার বাসায় একটি Intel এর Duel Core Processor বিশিষ্ট ল্যাপটপ রয়েছে, সাথে সিটিসেল এর জুম আল্ট্রা মডেম। এই কম্পিউটারকে কাজে লাগিয়ে সে কোনকিছু করতে পারে কিনা একটু ভেবে জানাবেন সবাই। সবাইকে আবারও শুভেচ্ছা।
আমি kallol_srg। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লেখা পড়া কতদুর করেছ add kilike লাগিয়ে দিন