চিতিকা এর বিজ্ঞাপন লাগাতে পারছি না, কেউ সাহায্য করেন প্লিজ।

এটি হচ্ছে আমার ব্লগ। একটু দেখে নিতে পারেন।

এই ব্লগটা আমি আপডেট করছি নিয়মিত। প্রায় তিন মাস হলো এটি আমি তৈরী করেছি। এখন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভিজিটর ভালোই হচ্ছে। আলহামদুলিল্লাহ। এস.ই.ও ছাড়া খারাপ ভিজিটর পাই না। তাও আমি নিয়মিত চেষ্টা করছি ব্যাকলিঙ্ক বাড়ানোর জন্য। এখন মূল কথায় আসি।

আমি প্রায় একমাস আগে এই ব্লগে গুগল এর বিজ্ঞাপন চেয়ে আবেদন করি, কিন্তু তারা আমার আবেদন এপ্রুভ করে নাই। তারপর টেকটিউন্স এ এক বড় ভাইয়ের টিউন থেকে চিতিকা সম্পর্কে জানতে পারি এবং চিতিকা তে বিজ্ঞাপনের জন্য আবেদন করি। তারা ৫ দিন পর আমাকে জানায় যে তারা আমার আবেদন এপ্রুভ করেছে এবং বলে যে বিজ্ঞাপন এখন আমার ব্লগে আমি লাগাতে পারবো। কিন্তু আমি মনে হয় তা ঠিকমত লাগাতে পারছি না। আমি কোড দিলেও বিজ্ঞাপন শো করছে না। যদি কোন টিউনার ভাই আমাকে একটু সাহায্য করেন তাহলে হয়তো আমিও ব্লগিং করে কিছু টাকা উপার্জন করতে পারবো। হতাশায় এখন আর কিছু ভালো লাগছে না। প্লিজ সবাই সাহায্য করুন।

বিঃ দ্রঃ- কেউ চাইলে আমি তাকে আমার ব্লগার ব্লগ আইডি ও চিতিকা আইডি দিব যদি সে আমাকে একটু সাহায্য করে।

সময় নষ্ট করে এটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো ও সুস্থ রাখুন।

"সবাই চেষ্টা করি নামায কায়েম করার জন্য"

Level 0

আমি Kazi Rahim Ullah Rahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি মানুষের ব্লগ পড়তে এবং নতুন নতুন জিনিস জানতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস