যেহেতু আমার National ID card নেই, তাই আমি আমার মায়ের ID card দিয়ে moneybookers এ একাউন্ট খুলি। moneybookers থেকে আমি ডাচ বাংলা ব্যাংক এ টাকা তুলতে চাই। কিন্তু যেটা শুনলাম যে, moneybookers এ যার নামে একাউন্ট থাকে, ব্যাংকের একাউন্ট ও সেই নামে থাকতে হয়। কথাটা কি সত্য। অভিজ্ঞরা একটু এই বিষয়ে বিস্তারিত জানালে খুশি হব । আমি পোস্ট করার আগে খুজে দেখেছি কিন্তু তথ্য টি পাই নি।
আমি অনুভুতির ছায়ায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যা সত্যি । আপনি যেহেতু মায়ের নামে মানিবুকার্স একাউন্ট খুলেছেন সেহেতু মায়ের নামেই ব্যাংক একাউন্ট খুলে ফেলুন !