আমি জানি টেকটিউনসে অনেক অভিজ্ঞ এবং পারদর্শী টিউনার ও ভিজিটর আছে ।
আমি অনেক দিন ধরে একটি কাজ সমাধান করার লক্ষ্যে অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি ।
আর কাজটি হলো `password দিয়ে সিডি রাইট করা ।`
হ্যাঁ, আমি password দিয়ে সিডি রাইট করতে চাই।
কিভাবে সিডি password দিয়ে রাইট করা যায়??
বিষয়টি কারো জানা থাকলে, দয়াকরে অবহিত করবেন
আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])
ভাই জটিল প্রশ্ন করছেন। সমাধান পাইলে আমাকে একটু জানাবেন।