আগে ক্যানন ব্যবহার করতাম, এরপর ধরলাম লেক্সমার্ক X2650 (Print+scan+copy), সত্যিই বস্ প্রিন্টার । প্রথমবার কার্টিজ এশষ হওয়ার পর থেকে Ink-man রিফিল ব্যবহার করতাম বহু দিন ধরে। কিন্তু তখন আমার original কার্টিজ আসলে পুরোপুরি শেষ হয়নি , just একটুখানি বাকি ছিল, refill করলেও "Printer Manager" আমার প্রিন্টারের INK Level সবসময় low দেখাতো,কিন্তু print করতে কোন সমস্যা হত না। কিন্তু এবার জরুরী একটি print নিতে নিতে কালি একেবারে শেষ করে ফেললাম আর শুরু হল বিপত্তি .. ... ... এখন যতই Refill করি দেখায় যে "your black cartridge is required to be replaced. " প্রিন্ট আর হয় না ... ... ঝামেলা এটাই যে, আগে "Printer Manager" এ black INK Level সবসময় low দেখাতো , এখন দেখায় Blank/খালি ।
কি করা যায় বলেনতো????
আর যারা রিফিল ব্যবহার করেন, তারা মতামত দেনতো কোন কম্পানির Ink ভাল ??? দামেও কম, কাজেও ভাল ... ...
LEXMARK X2650 (3in1)
আমি jibon-mrittu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কথা বলুন এই নাম্বারে,
K. M. Ayash Khan
Product Manager – Lexmark
Computer Source Ltd.
Mob : 01713 365 222
[email protected]