ডোমেইন, হোস্টিং এর অনলাইন ব্যবসা করতে ইচ্ছুক। কিন্তু এটা সমন্ধে প্রাথমিক কিছু জ্ঞান থাকলেও বিস্তারিত কিছু জানি না। তাই কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করা লাগবে এটা জানান, তবে খুবই উপকার হয়। কারো কাছে যদি কোন ভালো আর্টিকেলের লিংক থাকে বা কোন পিডিএফ ফাইল থাকে তাহলে দয়া করে দিবেন আমাকে। আর যদি আস্ত একটা টিউনই করে ফেলেন তাহলেতো কথাই নেই।
আমি আরমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Jackle of all trades master of none.
আসলে আমি এই সম্বন্ধে জানি না! তাও, আপনি যেহেতু সাহায্য চেয়েছেন না দিয়ে কি পারি!!? প্রথমে BCS (Computer City) থেকে ১/২ টেড়া বাইতের একটা হার্ড ডিস্ক কিনেন, এবার আপনার কম্পিউটারে ওটা লাগান, আর যদি ইতিমদ্ধেই আপনার থাকে তাহলে ত কোন ছিন্তাই নাই!! এবার আপনার কম্পিউটারটারে Wamp বা Xampp install করে নিজের কম্পিউটাররে সার্ভার বানিয়ে নিন!! এবার ইচ্ছা মত হস্তিং সেল করেন, আর বিজ্ঞাপন দেয়ার জন্য টেকটিউন ত আছেই! আর ডোমেইন এর ব্যাপারে আপনাকে তেমন কিছু নাই বললাম! আপনি খুজেই বের করুন! আজ নিজের কাছে নিজেকে অনেক মহান মনে হচ্ছে আপনার সঙ্গে বিতলামি করতে পেরে।